প্রতিবেদন : আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা যত ইচ্ছে প্রার্থী দিক, তাদের কোনওরকম ভাবেই জোরজুলুম করা চলবে না। সব রাজনৈতিক দলই যেন প্রার্থী দিতে পারে। বুধবার হুগলি জেলায় দলের সাংগঠনিক নেতৃত্বকে একথা পরিষ্কার জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Hooghly- Abhishek Banerjee)। এদিন ক্যামাক স্ট্রিটের অফিসে হুগলির নেতাদের নিয়ে দীর্ঘক্ষণ বৈঠক করেন অভিষেক। ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিও। সাংগঠনিক নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন জেলার তৃণমূল বিধায়করা।
আরও পড়ুন-ফয়দা তুলতে গিয়ে তাড়া খেলেন লকেট
পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই সাংগঠনিক প্রস্তুতিতে নেমে পড়তে বলা হয়েছে জেলা নেতৃত্বকে। জেলায় দলের সবস্তরের নেতৃত্বকে নিয়ে একসঙ্গে কাজে নেমে পড়ার নির্দেশ দিয়েছেন অভিষেক (Hooghly- Abhishek Banerjee)। একইসঙ্গে উৎসবের মরশুমে বিধায়কদের নিজের এলাকায় আরও বেশি করে জনসংযোগে জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ দলকে না জানিয়ে কোনও বিধায়ক এলাকা ছাড়বেন না, জানিয়ে দেওয়া হয়েছে সেকথাও। উন্নয়নকে সামনে রেখেই পঞ্চায়েত নির্বাচনে ঝাঁপাবে দল, স্পষ্ট বক্তব্য তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্বের।