একজোট হয়েও পারছে না

Must read

প্রতিবেদন : ত্রিপুরায় (Tripura Assembly Election 2023) নির্বাচনী প্রচারে যাওয়ার আগে ফের কেন্দ্রের এজেন্সিগুলির বিরুদ্ধে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC Leader Abhishek Banerjee)। স্পষ্ট ভাষায় বললেন, বিচারব্যবস্থার একাংশ, সংবাদমাধ্যমের একাংশ, ইডি-সিবিআই, কেন্দ্রীয় বাহিনী-সহ কেন্দ্র সব এজেন্সিগুলিকে নামিয়েছে তৃণমূলকে আটকানোর জন্য। তবু পারছে না। বিজেপি পারছে না। কংগ্রেস-সিপিএম হাত মিলিয়েও পারছে না। তার কারণ, মানুষ এই ঘৃণ্য চক্রান্ত বানচাল করে দিচ্ছেন। আগেও দিয়েছেন, এবারও দেবেন। তৃণমূলকে আটকানোর জন্য পেগাসাস প্রযুক্তিও ব্যবহার করেছে নরেন্দ্র মোদি সরকার। সে প্রসঙ্গ তুলে অভিষেকের হুঁশিয়ারি, পেগাসাস সফটওয়্যার দিয়ে আমার মোবাইল ট্যাপ করেছে। মামলা স্থগিত আছে বলে কিছু করতে পারছে না। কেঁচো খুরতে কেউটে বেরলে বিজেপির উপর থেকে নিচ পর্যন্ত কোনও নেতা রেহাই পাবে না। সকলে ফাঁসবেন। এরা এত বড় অপদার্থ যে মোবাইল ট্যাপ করেও ভোটে জিততে পারে না। কটাক্ষ করে বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন। সিপিএম-কংগ্রেস-বিজেপি এখন অলিখিত জোট। বাম-কংগ্রেস তো হাত মিলিয়ে নিয়েছে। আর একটা দল আছে যারা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। তারও যোগসূত্র মিলেছে। মূল লক্ষ্য তৃণমূলকে আটকানো। একুশে ব্যর্থ হয়েছে। আগামী সবকটা নির্বাচনে মানুষ ওদের উচিত শিক্ষা দেবেন। এদিনও বিরোধীদের কটাক্ষ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, প্রার্থী ঠিক করুন, মনোনয়নের দায়িত্ব আমার। আর এদিনই বিজেপির রাজ্য সভাপতি সরাসরি স্বীকার করে নিয়ে বলেন, পঞ্চায়েত ভোটে সব কেন্দ্রে প্রার্থী দিতে পারবে না বিজেপি। তাহলে কী হবে? রাজ্য সভাপতির জবাব, তখন দেখবেন। অর্থাৎ প্রয়োজনে বাম-কং-বিজেপি তলে তলে যে হাত মেলাচ্ছে তা পরিস্কার।

আরও পড়ুন-ফিনিশিং টাচ ত্রিপুরায় তৃণমূল ঝড়

আজ সোমবার ত্রিপুরায় প্রচারের শেষ লগ্নে আবারও প্রচারে ঝড় তুলবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় (TMC Leader Abhishek Banerjee)। আজ বেলা ৩ টে নাগাদ ত্রিপুরার বক্সনগরে দলীয় প্রার্থীর হয়ে জনসভা করবেন তিনি। প্রধানমন্ত্রীও আজ ত্রিপুরায় প্রচারে আসছেন। ফলে অভিষেক বন্দোপাধ্যায়ের সঙ্গে সরাসরি টক্কর হবে মোদীর। আসলে লড়াইটা হবে গত পাঁচ বছরে বিজেপির অশাসন থেকে ত্রিপুরাবাসীকে মুক্তি দিতে ও নতুন ত্রিপুরা গড়ার লড়াই। বাংলার উন্নয়নের মডেলকে সামনে রেখে ত্রিপুরার সার্বিক উন্নয়নের লড়াই। একদিকে প্রধানমন্ত্রী সহ তামাম বিজেপি নেতাদের গাল ভরা প্রতিশ্রুতি। অন্যদিকে অভিষেক বন্দোপাধ্যায় বাস্তবের মাটিতে দাঁড়িয়ে ত্রিপুরার মানুষের জন্য আন্তরিক ভাবে পাশে থাকার অঙ্গীকার করেছেন। সবরকম সন্ত্রাস সত্ত্বেও বার বার ত্রিপুরার মাটিতে দাঁড়িয়ে চোখে চোখ রেখে লড়াই করেছেন। দলীয় সতীর্থদের পাশে দাঁড়িয়েছেন। বিজেপির হাতে আক্রান্ত দলীয় কর্মীকে কলকাতা উড়িয়ে নিয়ে গিয়েছেন সুচিকিৎসার জন্য। সুস্থ করে বাড়ি পাঠিয়েছেন।

আরও পড়ুন-ফিনিশিং টাচ ত্রিপুরায় তৃণমূল ঝড়

Latest article