রাজনীতি

একজোট হয়েও পারছে না

প্রতিবেদন : ত্রিপুরায় (Tripura Assembly Election 2023) নির্বাচনী প্রচারে যাওয়ার আগে ফের কেন্দ্রের এজেন্সিগুলির বিরুদ্ধে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC Leader Abhishek Banerjee)। স্পষ্ট ভাষায় বললেন, বিচারব্যবস্থার একাংশ, সংবাদমাধ্যমের একাংশ, ইডি-সিবিআই, কেন্দ্রীয় বাহিনী-সহ কেন্দ্র সব এজেন্সিগুলিকে নামিয়েছে তৃণমূলকে আটকানোর জন্য। তবু পারছে না। বিজেপি পারছে না। কংগ্রেস-সিপিএম হাত মিলিয়েও পারছে না। তার কারণ, মানুষ এই ঘৃণ্য চক্রান্ত বানচাল করে দিচ্ছেন। আগেও দিয়েছেন, এবারও দেবেন। তৃণমূলকে আটকানোর জন্য পেগাসাস প্রযুক্তিও ব্যবহার করেছে নরেন্দ্র মোদি সরকার। সে প্রসঙ্গ তুলে অভিষেকের হুঁশিয়ারি, পেগাসাস সফটওয়্যার দিয়ে আমার মোবাইল ট্যাপ করেছে। মামলা স্থগিত আছে বলে কিছু করতে পারছে না। কেঁচো খুরতে কেউটে বেরলে বিজেপির উপর থেকে নিচ পর্যন্ত কোনও নেতা রেহাই পাবে না। সকলে ফাঁসবেন। এরা এত বড় অপদার্থ যে মোবাইল ট্যাপ করেও ভোটে জিততে পারে না। কটাক্ষ করে বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন। সিপিএম-কংগ্রেস-বিজেপি এখন অলিখিত জোট। বাম-কংগ্রেস তো হাত মিলিয়ে নিয়েছে। আর একটা দল আছে যারা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। তারও যোগসূত্র মিলেছে। মূল লক্ষ্য তৃণমূলকে আটকানো। একুশে ব্যর্থ হয়েছে। আগামী সবকটা নির্বাচনে মানুষ ওদের উচিত শিক্ষা দেবেন। এদিনও বিরোধীদের কটাক্ষ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, প্রার্থী ঠিক করুন, মনোনয়নের দায়িত্ব আমার। আর এদিনই বিজেপির রাজ্য সভাপতি সরাসরি স্বীকার করে নিয়ে বলেন, পঞ্চায়েত ভোটে সব কেন্দ্রে প্রার্থী দিতে পারবে না বিজেপি। তাহলে কী হবে? রাজ্য সভাপতির জবাব, তখন দেখবেন। অর্থাৎ প্রয়োজনে বাম-কং-বিজেপি তলে তলে যে হাত মেলাচ্ছে তা পরিস্কার।

আরও পড়ুন-ফিনিশিং টাচ ত্রিপুরায় তৃণমূল ঝড়

আজ সোমবার ত্রিপুরায় প্রচারের শেষ লগ্নে আবারও প্রচারে ঝড় তুলবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় (TMC Leader Abhishek Banerjee)। আজ বেলা ৩ টে নাগাদ ত্রিপুরার বক্সনগরে দলীয় প্রার্থীর হয়ে জনসভা করবেন তিনি। প্রধানমন্ত্রীও আজ ত্রিপুরায় প্রচারে আসছেন। ফলে অভিষেক বন্দোপাধ্যায়ের সঙ্গে সরাসরি টক্কর হবে মোদীর। আসলে লড়াইটা হবে গত পাঁচ বছরে বিজেপির অশাসন থেকে ত্রিপুরাবাসীকে মুক্তি দিতে ও নতুন ত্রিপুরা গড়ার লড়াই। বাংলার উন্নয়নের মডেলকে সামনে রেখে ত্রিপুরার সার্বিক উন্নয়নের লড়াই। একদিকে প্রধানমন্ত্রী সহ তামাম বিজেপি নেতাদের গাল ভরা প্রতিশ্রুতি। অন্যদিকে অভিষেক বন্দোপাধ্যায় বাস্তবের মাটিতে দাঁড়িয়ে ত্রিপুরার মানুষের জন্য আন্তরিক ভাবে পাশে থাকার অঙ্গীকার করেছেন। সবরকম সন্ত্রাস সত্ত্বেও বার বার ত্রিপুরার মাটিতে দাঁড়িয়ে চোখে চোখ রেখে লড়াই করেছেন। দলীয় সতীর্থদের পাশে দাঁড়িয়েছেন। বিজেপির হাতে আক্রান্ত দলীয় কর্মীকে কলকাতা উড়িয়ে নিয়ে গিয়েছেন সুচিকিৎসার জন্য। সুস্থ করে বাড়ি পাঠিয়েছেন।

আরও পড়ুন-ফিনিশিং টাচ ত্রিপুরায় তৃণমূল ঝড়

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

2 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

2 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

2 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 hours ago