দেশের সবচেয়ে অপরাধপ্রবণ শহর দিল্লি, কেন্দ্রের রিপোর্ট তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Must read

দেশের সবচেয়ে অপরাধপ্রবণ শহর দিল্লি। যার আইনশৃঙ্খলার দায়িত্বে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক। আর দেশের মধ্যে নিরাপদতম মেট্রো শহর কলকাতা। কেন্দ্রের রিপোর্টের এই পরিসংখ্যান তুলে ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) তুলোধনা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee- Amit Shah)।

নিজের টুইটার হ্যান্ডেলে তিনি (Abhishek Banerjee- Amit Shah) লেখেন,
“কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে এখন দুটি কাজ- বাড়িতে তাঁর ছেলেকে জাতীয়তাবাদ সম্পর্কে শেখানো এবং তাঁর মন্ত্রণালয়ের অধীনে পুলিশকে সাজানো।
দিল্লির অস্বাভাবিক অপরাধের হার আমাদের সবাইকে হতবাক করে দিয়েছে।
ইডি-কে হাতের পুতুল না করে ওনার বাংলার সরকারের মডেল থেকে শিক্ষা নেওয়া উচিত“

পরিসংখ্যান অনুযায়ী, গত তিন বছরে নিয়মিত হারে অপরাধের সংখ্যা কমেছে কলকাতায়। মহিলাদের বিরুদ্ধে অপরাধমূলক ঘটনায় মেট্রো শহর দিল্লি, বেঙ্গালুরু, মুম্বইয়ের থেকে অনেক কম। এই উদাহরণ সমানে রেখেই অমিত শাহর উচিত বাংলা মডেল মেনে নিয়ে মন্ত্রকের পুলিশকে সাজানো। একই সঙ্গে ইডি-সিবিআইয়ের মতো এজেন্সি ব্যবহার করে বিরোধীদের হেনস্থা করার বিষয় নিয়েও তোপ দাগেন অভিষেক।

আরও পড়ুন: দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ শহর কলকাতা: একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর থেকে শেখা উচিত, মোদিকে কটাক্ষ তৃণমূলের

পাশাপাশি, অমিত-পুত্র জয় শাহর ভারতের জাতীয় পতাকা হাতে না নেওয়ার বিষয় নিয়েও ফের কটক্ষ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, অমিত শাহর উচিত নিজের ছেলেকে জাতীয়তাবাদ শেখানো।

Latest article