বিজেপির ‘রিসর্ট পলিটিক্স’: তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Must read

“বিজেপিকে সর্বদা জনগণের শক্তির কাছে মাথা নত করতে হবে” টুইটারে বিজেপিকে তীব্র কটাক্ষ করে এমনই লিখলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতি নির্বাচনের আগের দিন দলের প্রায় সব বিধায়কদের হোটেল-বন্দি করে ফেলে বিজেপি। তাদের এই বিধায়ক-বন্দি সংস্কৃতিকে তীব্র কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

আরও পড়ুন: নয়া শব্দকল্পদ্রুম: অসংসদীয় মানেই কিন্তু অশালীন নয়

সোমবার, রাষ্ট্রপতি নির্বাচনের দিনই নিজের টুইটার হ্যান্ডেলে অভিষেক (Abhishek Banerjee) লেখেন,
“কর্মের কোনও নির্দিষ্ট তালিকা নেই। আপনার যা প্রাপ্য তাই আপনি পাবেন। বিজেপিকে সর্বদা জনগণের শক্তির কাছে মাথা নত করতে হবে।
অন্যান্য রাজনৈতিক দলের বিধায়কদের বন্দি করার পরিবর্তে বিজেপির ‘রিসর্ট পলিটিক্স’ তাদের নিজেদের বিধায়কদের উপরেই প্রয়োগ করতে হচ্ছে। এটা হাস্যকর!” এরপরেই তীব্র খোঁচা দিয়ে অভিষেক লেখেন, ”সত্যি, বাংলা পথ দেখায়।”

 

বাংলার ইতিহাসে কখনও কোনও দলের বিধায়কদের হোটেল-রিসর্টে বন্দি করে একসঙ্গে নিয়ে গিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান করাতে হয়নি। শাসকদলের বহু বিধায়কই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। তাঁদেরকে নজরে রাখতে হয়নি তৃণমূলকে। এর আগে বাম জমানাতেও শাসক-বিরোধী কোনও দলের বিধায়কদের আগের দিন থেকে হোটেল-বন্দি করে এক বাসে করে নিয়ে নিয়ে যেতে হয়নি। রাজনৈতিক মহলের মতে, গোবলয় বা মহারাষ্ট্রের মতো ঘোড়া কেনাবেচার রাজনীতি করা বিজেপি এবার বুমেরাং হওয়ায় ভয়েই এই কীর্তি। আর সেই প্রসঙ্গে টেনে গেরুয়া শিবিরকে তীব্র আক্রমণ করলেন অভিষেক।

Latest article