দেশের ১৫ কেন্দ্রে মাঙ্কিপক্স পরীক্ষা

Must read

নয়াদিল্লি : করোনা মহামারীর পর দেশে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে মাঙ্কিপক্স (Monkeypox)। ইতিমধ্যেই ভারতে প্রথম মাঙ্কিপক্সের হদিশ পাওয়া গিয়েছে কেরলে। সংযুক্ত আরব আমিরশাহি থেকে ফেরা কেরলের এক বাসিন্দার শরীরে মাঙ্কিপক্সের উপসর্গ দেখা দিয়েছে। এরপরেই সতর্ক হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ ঘোষণা করেছে, মাঙ্কিপক্স (Monkeypox) শনাক্তকরণের জন্য দেশের ১৫টি জায়গায় শারীরিক পরীক্ষা শুরু করা হবে। মাঙ্কিপক্সের শনাক্তকরণ পরীক্ষার বিষয়ে ইতিমধ্যেই দেশের ১৫টি পরীক্ষাগারের কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে আইসিএমআরের তরফে জানানো হয়েছে। এছাড়া কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনকে মাঙ্কিপক্স সম্পর্কে সতর্ক করেছে। নির্দেশিকায় রাজ্যের সীমান্তগুলিতে নজরদারির ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মাঙ্কিপক্সে আক্রান্ত রোগীদের নজরদারির জন্য একটি মেডিক্যাল দল গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সমস্ত হাসপাতালের চিকিৎসকদের মাঙ্কিপক্সের লক্ষণ ও উপসর্গ নিয়ে সতর্ক থাকারও নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

আরও পড়ুন: প্রতিবাদের ঢেউ আমেরিকায়

Latest article