প্রতিবাদের ঢেউ আমেরিকায়

গোতাবায়ার ছেলের বাড়ির সামনে বিক্ষোভ

Must read

প্রতিবেদন : শ্রীলঙ্কার বিক্ষোভের আঁচ পৌঁছে গেল আমেরিকার লস অ্যাঞ্জেলসে। শ্রীলঙ্কার পদত্যাগী প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের ছেলে মনোজ রাজাপক্ষে (Manoj Rajapaksa) থাকেন লস অ্যাঞ্জেলসে। রবিবার প্রবাসীরা শ্রীলঙ্কানরা মনোজের বাড়ির সামনে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের অভিযোগ, গোতাবায়া দেশের সম্পদ লুট করে ছেলের জন্য লস অ্যাঞ্জেলসে জমি ও বাড়ি কিনে দিয়েছেন। গোটা দেশের মানুষ অনাহারে রয়েছে। হাসপাতালে চিকিৎসা মিলছে না। যাতায়াত করার জন্য যানবাহন মিলছে না। অথচ ছেলে এখানে রাজকীয় সুখে দিন কাটাচ্ছেন। বাবা-ছেলে মিলে দেশের সম্পদ লুট করে আমেরিকায় সম্পত্তি বানিয়ে মহাসুখে রয়েছেন। যে টাকা দিয়ে এই বাড়ি কেনা হয়েছে সেটা দেশের সাধারণ মানুষের টাকা। তাই এই বাড়ির মালিক রাজাপক্ষে নন। এই বাড়ির মালিক শ্রীলঙ্কার মানুষ। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর তাঁদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়।
উল্লেখ্য, আমেরিকায় থাকা মনোজ এর আগেও প্রতিবাদ ও বিক্ষোভের মুখে পড়েছিলেন। সে সময় অবশ্য গোতাবায়া ছিলেন দেশের প্রেসিডেন্ট। সে সময়ও বিক্ষোভকারীরা জানিয়েছিলেন, গোতাবায়া পদত্যাগ না করলে তাঁরা ফের বিক্ষোভ দেখাবেন। কিন্তু গোতাবায়া পদত্যাগ করলেও প্রবাসী শ্রীলঙ্কানদের মধ্যেও যে তাঁর বিরুদ্ধে ক্ষোভ এতটুকু কমেনি এই বিক্ষোভ তারই প্রমাণ। আগামী দিনে মনোজের বাড়ির সামনে ফের বিক্ষোভ হতে পারে এই আশঙ্কায় বসানো হয়েছে পুলিশ পিকেট।
উল্লেখ্য, গোতাবায়ার ইস্তফার দাবিতে শ্রীলঙ্কায় ৯ এপ্রিল থেকে বিক্ষোভ শুরু হয়েছিল। সেই হিসাব অনুযায়ী রবিবার ছিল বিক্ষোভের ১০০ দিন। আগামী বুধবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন। এ নির্বাচনে লড়াইয়ে রয়েছেন কার্যনির্বাহী প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংঘে। রাজনৈতিক মহল মনে করছে, প্রেসিডেন্ট নির্বাচনে রনিলের জয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ। কারণ সকলেরই ধারণা, তিনি গোতাবায়ার হয়েই কাজ করবেন। তুলনায় স্বচ্ছ ভাবমূর্তি ও উচ্চশিক্ষিত সাজিথ প্রেমদাসার প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনাই ক্রমশই বাড়ছে। এখন দেখার বুধবার শেষ হাসি কে হাসেন।

আরও পড়ুন: নয়া শব্দকল্পদ্রুম: অসংসদীয় মানেই কিন্তু অশালীন নয়

Latest article