বঙ্গ

কর্মীদের পাশে দাঁড়ালেন অভিষেক

প্রতিবেদন : প্রতীক্ষার আর মাত্র একটি দিন। জনতার ঢেউ আছড়ে পড়ছে মহানগরীর বুকে। উপলক্ষ্য ২১ জুলাই, তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস। শহিদ স্মরণে আপন মরণে রক্তঋণ শোধ করার অঙ্গীকারের দিন। কোভিড-ত্রাসে গত দু’বছর এই পবিত্র দিনটিতে সরাসরি নেত্রীর সামনে দাঁড়িয়ে তাঁর ভাষণ শোনার সুযোগ মেলেনি লাখো জনতার। আয়োজন করা হয়েছিল ভার্চুয়াল সভার। তাই রেকর্ড জনসমাগমের স্পষ্ট বার্তা নিয়ে উদ্দীপনার ঢেউ এবারে কলকাতায় আছড়ে পড়তে শুরু করেছে অনেক আগে থেকেই। মঙ্গলবার থেকেই দূ্রদূরান্তের মানুষ এসে পৌঁছে যাচ্ছেন শহরে।

আরও পড়ুন-অভিষেককে দেখে আপ্লুত কর্মী

জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে ভবিষ্যতের দিকনির্দেশ পাওয়ার আশায়। আর তাঁদের থাকা-খাওয়ার, সভাস্থলে যাতায়াতের যাতে কোনও অসুবিধে না হয় সেদিকে সদা সজাগ দৃষ্টি ছিল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ধর্মতলায় সভামঞ্চের প্রস্তুতি থেকে শুরু করে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, গীতাঞ্জলী স্টেডিয়াম, সল্টলেকের সেন্ট্রাল পার্কের অস্থায়ী শিবির –প্রতিটি বিষয়েই তাঁর বিশেষ নজর। মঙ্গলবার অভিষেক নিজে ঘুরে দেখলেন আয়োজনের খুঁটিনাটি।

আরও পড়ুন-উদ্ধার হল মাইন, গ্রেনেড

বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলেন ধর্মতলার মূল মঞ্চে। সভাস্থলের প্রস্তুতি তখন প্রায় শেষপর্বে। মঞ্চে উঠে এক লহমায় দেখে নিলেন চারিদিকে। প্রস্তুতির তদারকি করছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি এবং মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তাঁদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বললেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দিলেন প্রয়োজনীয় নির্দেশও। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হাসিমুখেই জানিয়ে দিলেন প্রস্তুতির কাজ সন্তোষজনক। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে যখন পৌঁছলেন অভিষেক তখন বিভিন্ন জেলা থেকে এসে পৌঁছে গিয়েছেন উৎসাহী কর্মী-সমর্থকরা। স্যানিটাইজেশনের সঙ্গে সঙ্গেই হয়েছে স্নান-খাওয়ার ব্যবস্থা। মেনুতে ভাত-ডাল-আলু সোয়াবিনের তরকারি, ডিম।

আরও পড়ুন-আতিথেয়তা শিবিরে শিবিরে

অনেকেই এসেছেন সপরিবারে, সবান্ধবে। জমে উঠেছে গল্প-গুজবের আড্ডাও। অভিষেক আসতেই সম্মিলিত কন্ঠে স্লোগানের সমুদ্রগর্জন। সঙ্গে ছিলেন তাপস রায়, সঞ্জয় বক্সি, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সর্বভারতীয় সাধারণ সম্পাদক কুশল বিনিময় করলেন হাসিমুখে। জানতে চাইলেন কারও কোনও অসুবিধে হচ্ছে কিনা। স্বেচ্ছাসেবকদের দিলেন নির্দেশ। কিছু পরামর্শও। কলকাতার অতিথিদের থাকা-খাওয়ার ব্যাপারে খোঁজখবর নিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলেন কসবা কানেক্টরের গীতাঞ্জলী স্টেডিয়ামেও। সেখানেও একই ছবি। তাঁকে ঘিরে একই উদ্দীপনা। অস্থায়ী শিবিরের দায়িত্বে থাকা নেতাকর্মীদের বললেন, আয়োজন যাতে নিখুঁত হয়। প্রতিটি শিবিরেই কোভিড-সুরক্ষার প্রশ্নে বিশেষ যত্নশীল হতে নির্দেশ দিলেন স্বেচ্ছাসেবকদের।

Jago Bangla

Recent Posts

জানুয়ারিতেই দ্বিতীয় দফায় ইন্টারভিউ, বিজ্ঞপ্তি পর্ষদের

প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…

27 minutes ago

‘অনুমোদন’ পোর্টালের জাতীয় স্বীকৃতি, ডিজিটাল পরিকাঠামোয় পুরস্কৃত রাজ্য সরকার

রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…

47 minutes ago

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

2 hours ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

5 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

8 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

8 hours ago