উদ্ধার হল মাইন, গ্রেনেড

এবার মঞ্চ তৈরি হয়েছে বিগত বছরগুলোর থেকে অনেকটাই বড় করে। তিনটি ভাগে ভাগ করা হয়েছে মঞ্চকে। মূল মঞ্চটি দৈর্ঘ্য-প্রস্থে ৮০/৪৬।

Must read

প্রতিবেদন : ২১ জুলাই ধর্মতলায় রেকর্ড জমায়েত হবে। সাধারণ মানুষের পাশাপাশি থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ভিভিআইপি নেতা-নেত্রীরা। তাই নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্ক পুলিশ প্রশাসন। তার আগে আজ, মঙ্গলবার ধর্মতলায় ২১শে জুলাইয়ের সমাবেশের মঞ্চ ঘুরে দেখলেন নগরপাল বিনীত গোয়েল-সহ কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। মূল মঞ্চ-সহ গোটা এলাকা পায়ে হেঁটে ঘুরে দেখেন তাঁরা। নিরাপত্তায় যাতে কোনওরকম ফাঁকফোকর না থাকে, সেদিকটি খতিয়ে দেখেন তাঁরা।

আরও পড়ুন-আতিথেয়তা শিবিরে শিবিরে

এবার মঞ্চ তৈরি হয়েছে বিগত বছরগুলোর থেকে অনেকটাই বড় করে। তিনটি ভাগে ভাগ করা হয়েছে মঞ্চকে। মূল মঞ্চটি দৈর্ঘ্য-প্রস্থে ৮০/৪৬। মূল মঞ্চে দলের প্রথম সারির নেতৃত্ব ছাড়াও বসবেন আমন্ত্রিত সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। একটি মঞ্চে বসবেন শহিদের পরিবারের সদস্যরা। অন্য মঞ্চে বসবেন দলীয় কাউন্সিলর-সহ অন্যরা। রেকর্ড জমায়েত নিশ্চিত, তাই তৃণমূল কর্মী-সমর্থকরা, যাঁরা মঞ্চের কাছাকাছি পৌঁছনোর সুযোগ পাবেন না, তাঁদের সুবিধের জন্য গোটা ধর্মতলা-পার্ক স্ট্রিট চত্বরজুড়ে প্রচুর জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে। ধর্মতলার মঞ্চকে ঘিরে তৈরি করা হয়েছে ১৫টি নিরাপত্তার বলয়। বসানো হয়েছে অতিরিক্ত সিসিটিভি।

আরও পড়ুন-আদালতে এফএসডিএল ও রাজ্য সংস্থা

ওই সিসিটিভি পুরোপুরি নজরে রাখবেন গোয়েন্দারা। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার উপর এবার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ১৫টি জোনের প্রতিটিতে একজন করে ডিসি পদমর্যাদার অফিসার নিরাপত্তার দায়িত্বে থাকবেন। মঞ্চে এদিন স্নিফার ডগ নিয়ে এসে পরীক্ষা করানো হয়। কলকাতা পুলিশ নিরাপত্তায় কোনওরকম ঝুঁকি নিতে নারাজ। এদিন পুলিশি টহলে উদ্ধার হয় বেশকিছু গ্রেনেড ও মাইন।

Latest article