১ ঘণ্টারও কম সময়ে মধ্যে তদন্তকারীদের কাছে নথি জমা দিয়ে বেরিয়ে এলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শিক্ষা নিয়োগ মামলায় জমা দিলেন ৬হাজার পাতার নথি। ইডি দফতর থেকে বেরিয়ে এসে জানালেন, “এই নথি দেখে যদি মনে করেন তদন্তকারী আধিকারিকরা আবার ডাকবেন, জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে, তাহলে আবার আসব। শুধু নথি পাঠিয়ে দিতে পারতাম। কিন্তু তা করিনি। তদন্ত এড়াতে কোনওদিন কোনও অজুহাত খুঁজিনি।”
তাঁর (Abhishek Banerjee) সংযোজন,”তদন্তে সহযোগিতা করব। আগেও করেছি। ভবিষ্যতেও করব।” বৃহস্পতিবার ঠিক বেলা ১০টা ৫৫ মিনিট নাগাদ অভিষেক পৌঁছন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। আর বেরিয়ে আসেন দুপুর ১২টা বেজে ৬ মিনিটে।
এর আগে গত ১৩ সেপ্টেম্বর নিয়োগ মামলায় অভিষেককে তলব করা হয়েছিল। ওই দিন টানা ৯ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তার পরে আরও বার দুয়েক তলব করা হয়েছে তাঁকে। এরপর গত ৩ এবং ৯ অক্টোবর অভিষেককে সিজিও দফতরে হাজিরা দেওয়ার জন্য চিঠি পাঠানো হলে অভিষেক যাননি।