অ্যাম্বুল্যান্স দিতে নারাজ হাসপাতাল, বাইকে বোনের মৃতদেহ নিয়ে গেলেন দাদা

জানা গিয়েছে, উত্তর প্রদেশের অরাইয়ার বিধানার সরকারি হাসপাতালে ঘটেছে এই ঘটনা। মৃত তরুণী অঞ্জলি (২০) বিধুনার নবীন বস্তির বাসিন্দা।

Must read

নির্মম পরিণতি। উত্তর প্রদেশের (Uttar Pradesh) হাসপাতালগুলিতে অব্যবস্থার ছবি নতুন কিছু নয়। সংবাদমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় প্রায়ই দেখা যায় নিত্যনতুন অরাজকতার চিত্র। এর পরেও অবস্থার পরিবর্তন যে তেমন হয়নি তা ফের দেখিয়ে দিল এই ঘটনা। যোগী রাজ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে একটি মেয়ের। মৃতার দাদা বোনের মৃতদেহ বাড়িতে আনতে হাসপাতাল থেকে কোনও সাহায্য পেলেন না। অনেক অনুরোধ করার পরেও নিজের সিদ্ধান্ত অনড় হাসপাতাল কর্তৃপক্ষ। অবশেষে একপ্রকার বাধ্য হয়ে বোনের দেহ বাইকে বাড়ি নিয়ে এসেছেন।

জানা গিয়েছে, উত্তর প্রদেশের অরাইয়ার বিধানার সরকারি হাসপাতালে ঘটেছে এই ঘটনা। মৃত তরুণী অঞ্জলি (২০) বিধুনার নবীন বস্তির বাসিন্দা। মঙ্গলবার সকালে জল গরম করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। ওই অবস্থায় তাকে বিধানার ওই সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা অঞ্জলিকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ বাড়ি আনার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে মৃতের পরিবারের লোকেরা অ্যাম্বুল্যান্স চেয়েছিল। কিন্তু অ্যাম্বুল্যান্স নেই বলে হাসপাতাল কর্তৃপক্ষ সাফ জানিয়ে দেয়। অনেক আকুতির পরেও কোন লাভ না হওয়ায় অবশেষে হাসপাতাল থেকে বাইকে করেই বোনের দেহ বাড়িতে নিয়ে যাওয়ার চিন্তা করেন অঞ্জলির দাদা। অঞ্জলির দেহ ওড়না দিয়ে নিজের সঙ্গে বেঁধে বোনকে পিছনে বসিয়ে দেহ বাড়িতে নিয়ে যান। স্বাভাবিকভাবেই হাসপাতালে উপস্থিতরা অন্যান্যরা এই দৃশ্য দেখে হতবাক।

প্রসঙ্গত, বোনের দেহ বাইকে করে নিয়ে যাওয়ার সময় তোলা হয়েছিল ছবি। উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে উত্তর প্রদেশের স্বাস্থ্য পরিষেবার নিন্দা করেছেন।

Latest article