বিজয়া সম্মিলনীর মঞ্চে বাম ছেড়ে তৃণমূলে

২০২৪ সালে কেন্দ্রের বিজেপির সরকারকে হারানোর জন্য সকলের কাছে আহ্বান জানান নেতারা। একই শপথ নিলেন বিজয়া সম্মিলনীর সভায় উপস্থিত মানুষ।

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : উন্নয়ন নেই। নতুন কোনও ভাবনাও নেই। দলীয় কর্মীদের মধ্যে সমন্বয়ের অভাব। তাই তাসের ঘরের মতো ভাঙছে বাম শিবির। এবার একগুচ্ছ অভিযোগ তুলে বাম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ক্রান্তি ব্লকের সিপিএমের বিজয়ী পঞ্চায়েত সদস্য সরস্বতী শৈব্য। বুধবার তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনীর মঞ্চেই উন্নয়নের পতাকা হাতে তুলে নিলেন তিনি। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক খগেশ্বর রায়, তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী মহুয়া গোপ।

আরও পড়ুন-সার দিচ্ছে না কেন্দ্র, আজ বৈঠকে বসছেন কৃষিমন্ত্রী

২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে রাজাডাঙা গ্রাম পঞ্চায়েত এলাকার মেচবস্তির বামেদের জয়ী সদস্য সরস্বতী শৈব্য। তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিয়ে বাম শিবিরের প্রতি একরাশ অভিযোগ করে তিনি বলেন, পঞ্চায়েতে জয়লাভ করেও কোনও উন্নয়ন করতে পারিনি। দলে কোনও ভাবনাই নেই। শুধু দ্বন্দ্ব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের একসঙ্গে নিয়ে কাজ করেন। নতুন কাজের ভাবনা নিয়ে আলোচনা করেন। তাঁর উদ্যোগে বাংলায় উন্নয়ন হয়েছে। একজন মহিলা হিসাবে মুখ্যমন্ত্রীর জন্য গর্ব হয়। তাঁর দলের সদস্য হয়ে, তাঁর ভাবনাকে অনুসরণ করে মানুষের জন্য কাজ করতে চাই। তাই তৃণমূল কংগ্রেসের এই পতাকা হাতা তুলে নিলাম।

আরও পড়ুন-মন্ত্রীর বাড়ি হামলা, শান্তিরক্ষায় পুলিশ

যোগদান পর্বের পরই শুরু হয় বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক খগেশ্বর রায়। মঞ্চে দলের প্রবীণ সদস্যদের সম্মান জানানো হয়। ২০২৪ সালে কেন্দ্রের বিজেপির সরকারকে হারানোর জন্য সকলের কাছে আহ্বান জানান নেতারা। একই শপথ নিলেন বিজয়া সম্মিলনীর সভায় উপস্থিত মানুষ।

Latest article