মন্ত্রীর বাড়ি হামলা, শান্তিরক্ষায় পুলিশ

মারধরের ঘটনায় আহত মণীন্দ্র হেমব্রমের অবস্থা খুব একটা ভাল নয় বলে দাবি তাঁর আত্মীয়দের। বর্তমানে তিনি এক বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন।

Must read

সংবাদদাতা, বর্ধমান : রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদারের বাড়িতে হামলার ঘটনা পর বুধবার সকাল থেকেই মন্ত্রীর বাড়িতে এসডিপিও (দক্ষিণ) সুপ্রভাত চক্রবর্তীর নেতৃত্বে মোতায়েন করা হল বিশাল পুলিশবাহিনী। একই সঙ্গে নতুন করে অশান্তি ঠেকাতে গ্রামেও মোতায়েন পুলিশ। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন-বিদ্যুতের হাত থেকে মুক্তি বিদ্যুৎস্পৃষ্ট বিশ্বভারতীর, উৎসবমুখর শান্তিনিকেতন

মারধরের ঘটনায় আহত মণীন্দ্র হেমব্রমের অবস্থা খুব একটা ভাল নয় বলে দাবি তাঁর আত্মীয়দের। বর্তমানে তিনি এক বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন। বুধবার গ্রামের পরিবেশ অনেকটাই শান্ত। হামলায় মন্ত্রীর বাড়ির সদর দরজা-সহ বাড়ির ভিতরে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ইট-পাটকেল ছোঁড়ার পাশাপাশি বিদ্যুতের খুঁটি উপড়ে ফেলা হয় বলে অভিযোগ। বুধবার সকাল থেকেই পুলিশের উপস্থিতিতে বাড়িতে শুরু হয়েছে মেরামতির কাজ। হামলার পিছনে সিপিএমের মদত আছে বলে জানান মন্ত্রী প্রদীপ মজুমদার।

Latest article