রবীন্দ্রনাথের নামের জন্য লড়াই লজ্জার

বিশ্বভারতীর কিসে ভাল হবে সেটাই করা উচিত। কিন্তু প্রথম থেকেই উনি বিজেপির হয়ে কাজ করছেন।

Must read

সংবাদদাতা, শান্তিনিকেতন : হেরিটেজ ফলক নিয়ে শান্তিনিকেতনে চলা তৃণমূলের ধরনার বুধবার ছিল ১৩তম দিন। ধরনামঞ্চে এসে বীরভূমের সাংসদ শতাব্দী রায় বলেন,‍‘‘শান্তিনিকেতনকে রবীন্দ্রনাথ ছাড়া কি ভাবা যায়? ফলকে রবীন্দ্রনাথের নামের জন্য ধরনায় বসতে হচ্ছে, লড়াই করতে হচ্ছে। এর থেকে বেশি দুর্ভাগ্য আর কী হতে পারে।’’

আরও পড়ুন-মন্ত্রীর বাড়ি হামলা, শান্তিরক্ষায় পুলিশ

মুখ্যমন্ত্রী সম্পর্কে উপাচার্যের অশালীন মন্তব্য প্রসঙ্গে তিনি জানান,‍‘‘মুখ্যমন্ত্রী ভাল কি মন্দ সেটা অন্য প্রসঙ্গ। ভিসি হিসেবে বিশ্বভারতীর প্যাডে এটা লেখা ওঁর কাজ নয়। বিশ্বভারতীর কিসে ভাল হবে সেটাই করা উচিত। কিন্তু প্রথম থেকেই উনি বিজেপির হয়ে কাজ করছেন। নিজের পদমর্যাদার অপমান করেছেন। বিতর্কের পর বিতর্ক তৈরি করেছেন। বিজেপিরও কেউ কেউ যার বিরোধিতা করছেন। তার মানে উপাচার্য ভুল করেছেন। যদিও নরেন্দ্র মোদি ওঁর বিরুদ্ধে ব্যবস্থা নেননি।’’

Latest article