জাতীয়

সুরমায় আক্রান্ত ৮ বছরের শিশুকে মঞ্চে বসিয়ে নিজের উত্তরীয় দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের সংগঠন এবং বাংলায় তৃণমূল কংগ্রেস সরকারের উন্নয়নমূলক কাজের ফলে সুরমায় একটি পরিবার যোগ দেয় তৃণমূল কংগ্রেসে (TMC)। ঠিক তার পরেই বিজেপি (BJP) আশ্রিত দুষ্কৃতীদের সন্ত্রাসের শিকার হতে হয় তাদের। বাড়ির ৮ বছরের শিশু তাপস মালাকারও তাদের নৃশংসতার শিকার হয়েছে। সোমবার, সুরমায় দলীয় প্রার্থীর হয়ে উপনির্বাচনের প্রচারে গিয়ে ছোট্ট তাপসকে মঞ্চে পাশে বসান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। এদিন সঙ্গে ছিলেন অন্যান্য আক্রান্তরাও। নিজের গলার উত্তরীয় খুলে শিশুটিকে এদিন পরিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-মাঝ আকাশে বিমানে আগুন, পাইলটের তৎপরতায় প্রাণ বাঁচল ১৮৫ জন যাত্রীর

ত্রিপুরার ( Tripura) তিনটি বিধানসভা কেন্দ্রের সঙ্গেই ২৩ জুন উপনির্বাচন সুরমাতে। কয়েকদিন আগেই সুরমায় রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বল্লভ, বর্শা, তরোয়াল-সহ ধারালো অস্ত্র নিয়ে সদ্য তৃণমূলে যোগদান করা মালাকার পরিবারের উপর হামলা চালায় বলে অভিযোগ। হামলায় গুরুতর জখম হন পরিবারের কর্তা ব্রজবল্লব মালাকার। ব্রজবল্লব ছাড়াও তাঁর দুই ছেলে অবিনাশ ও দিবাকরক এবং ৮ বছরের নাতি তাপসের উপর নির্মম অত্যাচার করা হয়। খবর পেয়ে পরিবারের পাশে দাঁড়ান সুরমার তৃণমূল কর্মীরা। জখমদের কোলাই হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার তীব্র নিন্দা করেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি সুবল ভৌমিক (Subol Bhowmik)।

আরও পড়ুন-‘২৩ তারিখ ভোট দিয়ে আগামী ২০২৩ ত্রিপুরায় পরিবর্তন নিশ্চিত করুন’ স্পষ্ট বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

এদিন ত্রিপুরা সফরে সাংবাদিক বৈঠক এবং পরে নির্বাচনী সভা মঞ্চ থেকে ত্রিপুরায় সন্ত্রাসের বিরুদ্ধে গর্জে ওঠেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, তৃণমূলকে ভয় পেয়েছে বিজেপি। সেই কারণেই হিংসার রাজনীতি শুরু করেছে। ত্রিপুরায় গণতন্ত্র ভূলুণ্ঠিত। এমনকী, এই অত্যাচার থেকে বাদ যাচ্ছে না তৃণমূল পরিবারের শিশুরাও। এর বিরুদ্ধে সবাইকে জোটবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার ডাক দেন অভিষেক। তিনি বলেন, না হলে আগামী দিনে সব রাজ্যবাসীর ওপর এই এই অত্যাচার শুরু হবে। সুরমার উপনির্বাচনে তৃণমূল প্রার্থীকে জয়ী করে আগামী বছর বিধানসভা নির্বাচনের খুঁটিপুজো শুরু করার আহ্বান জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Jago Bangla

Recent Posts

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

23 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

10 hours ago

চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা, বলছে জনতা

সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…

10 hours ago