মাঝ আকাশে বিমানে আগুন, পাইলটের তৎপরতায় প্রাণ বাঁচল ১৮৫ জন যাত্রীর

ডিজিসিএ জানিয়েছে, বিমানের ইঞ্জিনে আগুন লাগার সঙ্গে সঙ্গেই ইঞ্জিন বন্ধ করে দেন পাইলট। যোগাযোগ করেন পাটনা এটিসির সঙ্গে।

Must read

প্রতিবেদন: ১৮৫ জন যাত্রীকে নিয়ে ১২টা ৪ মিনিটে পাটনা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছিল স্পাইসজেটের বিমান এসজি-৭২৩। মাঝ আকাশে হঠাৎই একটি পাখি বিমানের বাঁদিকের ইঞ্জিনে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে ইঞ্জিনে আগুন ধরে যায়। প্রবল আতঙ্ক ছড়ায় বিমান যাত্রীদের মধ্যে। কিন্তু পাইলটের তৎপরতা এবং বুদ্ধিমত্তার কারণে বিমানটি পাটনা বিমানবন্দরে নিরাপদেই অবতরণ করে।

আরও পড়ুন-‘২৩ তারিখ ভোট দিয়ে আগামী ২০২৩ ত্রিপুরায় পরিবর্তন নিশ্চিত করুন’ স্পষ্ট বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

ডিজিসিএ জানিয়েছে, বিমানের ইঞ্জিনে আগুন লাগার সঙ্গে সঙ্গেই ইঞ্জিন বন্ধ করে দেন পাইলট। যোগাযোগ করেন পাটনা এটিসির সঙ্গে। জরুরি অবতরণের অনুমতি চান পাইলট। এটিসি জরুরি অবতরণের অনুমতি দিলে সঙ্গে সঙ্গেই পাইলট বিমানটি ঘুরিয়ে পাটনা বিমানবন্দরে নিয়ে আসেন। বিমানটি খুব কম উচ্চতায় থাকায় অল্পসময়ের মধ্যেই পাইলট পাটনা বিমানবন্দর ফিরতে সক্ষম হন। বিমানের সব যাত্রী ও বিমানকর্মী সুস্থ আছেন। কারও কোনও চোট-আঘাত লাগেনি। বিমানটি যদি অনেক বেশি উচ্চতায় থাকতো তাহলে বড় ধরণের বিপদ হতে পারে বলে আশঙ্কা। ডিজিসিএ-এর পক্ষ থেকে এদিন স্পাইস জেটের বিমানের পাইলটের প্রশংসা করা হয়েছে।

আরও পড়ুন-অগ্নিবীররা দেশের সেবা করে দারোয়ান হবে? ধিক্কার: অভিষেক বন্দ্যোপাধ্যায়

ডিজিসিএ জানিয়েছে, পাইলট সময়মতো বিমানের ইঞ্জিন বন্ধ না করলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। পাটনার জেলাশাসক চন্দ্রশেখর সিং জানিয়েছেন, বিমানের ডানায় আগুনের লেলিহান শিখা দেখতে পেয়েছিল স্থানীয় মানুষ। আগুনের তাপে বিমানটির দুটি ডানা বেঁকে গিয়েছিল। তবে পাইলট এবং পাটনা বিমানবন্দর কর্তৃপক্ষের তৎপরতায় ১৮৫ জন যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে।

Latest article