‘সৌজন্যতা দুর্বলতা নয়’ বিজেপিকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

বৃহস্পতিবার কর্মসূচির দশম দিনে মালদার ইংলিশ বাজারে উপস্থিত হল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Must read

বৃহস্পতিবার কর্মসূচির দশম দিনে মালদার ইংলিশ বাজারে উপস্থিত হল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন তৃণমূল সুপ্রিমোকে পাশে নিয়ে মঞ্চ থেকে বিজেপিকে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন তিনি বলেন, ‘মানুষ বুঝেছে বিজেপি কী জিনিস! বিজেপিকে রেখে দিলে আলসার আর বাড়তে দিলে ক্যানসার।’

আরও পড়ুন-‘বিএসএফ বাড়াবাড়ি করলে ব্যবস্থা নিন, এফআইআর করুন’, পুলিশকে কড়া হওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর

তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এদিনের সভামঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আজ মালদাতে আমাদের কর্মসূচির দশম দিন। আর এই বিশেষ দিনে আমাদের প্রিয় নেত্রী এখানে আমাদের কাছে উপস্থিত হতে পেরেছেন, এটা আমাদের কাছে গর্বের। গত কয়েকদিনে আমি মলাদার বুথে বুথে ব্লকে ব্লকে ঘুরে বেড়িয়েছি। দেখেছি মানুষ কীভাবে বাড়ি থেকে বেরিয়ে এসে আমাদের সমর্থন করছেন। তৃণমূলের প্রতি মানুষের যে ভালবাসা আমি দেখেছি তাতে স্পষ্ট যে তৃণমূলের কোনও বিকল্প নেই। পঞ্চায়েত তো বটেই ২০১৬ সালের বিধানসভা নির্বাচনেও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে তৃণমূল।’

আরও পড়ুন-গঙ্গা ভাঙন রোধে পাশে থাকবে রাজ্য, বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

বিজেপিকে আক্রমণ শানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এই মালদা থেকে একজন সাংসদকে জিতিয়েছিলেন আপনারা। তাঁকে আর দেখা যায় না। মানুষ বুজেছে বিজেপি কী জিনিস। বিজেপিকে রেখে দিলে আলসার, বাড়তে দিলে ক্যানসার। আপনার খাবে, আপনার পরবে আর আপনাকে শেষ করবে। এরা বাংলার খাচ্ছে বাংলার পরছে আর বলছে বাংলার টাকা বন্ধ করে দাও।’ এরপরই জনতার উদ্দেশ্যে অভিষেক জানান, ‘আপনারা লড়বেন নিজেদের অধিকারের স্বার্থে। মানুষের পঞ্চায়েত গড়বেন। আমরা মাথা নত করে চলব না। শেষ রক্তবিব্দু দিয়ে লড়ব কিন্তু দিল্লি আর কাছে আত্মসমর্পণ করবো না। মনে রাখবেন আমাদের সৌজন্যতা দুর্বলতা নয়।’

Latest article