‘বিএসএফ বাড়াবাড়ি করলে ব্যবস্থা নিন, এফআইআর করুন’, পুলিশকে কড়া হওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর

মালদার (Malda) প্রশাসনিক সভা থেকে আজ বৃহস্পতিবার বিএসএফ-কে )BSF) তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)

Must read

মালদার (Malda) প্রশাসনিক সভা থেকে আজ বৃহস্পতিবার বিএসএফ-কে )BSF) তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। এদিন তিনি স্পষ্ট করেই বলেন, ‘আপনারা সরকারি কর্মী। বিএসএফ (BSF) বাড়াবাড়ি করলে ব্যবস্থা নিন, এফআইআর (FIR) করুন।’ ডিএ, এসপি, বিডিওদের মালদার প্রশাসনিক বৈঠক থেকে মমতা বলেন, ‘আমি পুলিশ, বিডিও, ডিএম-দের বলব মনে রাখবেন আপনারা রাজ্য সরকারের কর্মচারী। রাজ্য সরকারে আপনারা খুব পাওয়ারফুল। এখানে কিন্তু, কেন্দ্র পাওয়ারফুল নয়। আপনার এলাকায় ঢুকে বিএসএফ যদি কোনওরকম গণ্ডগোল করে, কোনওরকম অনাচার করে, তাহলে এফআইআর করে কড়া ব্যবস্থা নিন। এটা মাথায় রাখবেন। বিএসএফের অত্যাচার আমি সহ্য করব না।’

আরও পড়ুন-গঙ্গা ভাঙন রোধে পাশে থাকবে রাজ্য, বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

মৃত্যুঞ্জন বর্মনের মৃত্যুতে বিএসএফকে তোপ দেগে মমতা বলেন, ‘গুলিটা কে চালালো? আমি তো শুনেছি গ্রামটা বিএসএফ নিয়ন্ত্রণ করে। এটা কী সত্যি?’ জিজ্ঞেস করেন, ‘এ বিষয়ে পুলিশের কাছে কী কোনও তথ্য আছে? ওরা তো এখন ৫০ কিলোমিটারের মধ্যে ঢুকে গিয়ে বর্ডারে বর্ডারে অত্যাচার করছে অনেক জায়গায়। অনেক খবর পেয়েছি। অনেকে এর মধ্যে মারাও গিয়েছে। এই গ্রামটা কী বিএসএফ সুপারভাইস করে? আমি জিজ্ঞেস করছি এই কারণে কারণ এ বিষয়ে তদন্ত হওয়া উচিত। গুলিটা কোথা থেকে চলল, কে চালল তা দেখা উচিত।’

 

Latest article