জি২০ উপলক্ষে আমন্ত্রণপত্রে দেশের নামবদল, জল্পনার মধ্যেই টুইটবার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

আগামী ৯ সেপ্টেম্বর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জি২০ সমাবেশে অংশ নেওয়া রাষ্ট্রনেতাদের একটি নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন।

Must read

মঙ্গলবার জি২০ (G20) শীর্ষবৈঠকে বিদেশি রাষ্ট্রনেতাদের কাছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) নৈশভোজের আমন্ত্রণপত্রে দেখা গিয়েছে লোকসভা ভোটের আগে দেশের নাম ‘ভারত’ করতে চলেছে মোদী সরকার। সংবিধান সংশোধনী বিল পাশের জন্য আগামী ১৮-২২ ডিসেম্বর সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে বলে খবর। আগামী ৯ সেপ্টেম্বর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জি২০ সমাবেশে অংশ নেওয়া রাষ্ট্রনেতাদের একটি নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন। ভারতের রাষ্ট্রপতি চিঠি লিখলে তাতে লেখা থাকে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’। কিন্তু এই ক্ষেত্রে চিঠিতে লেখা হয়েছে ‘প্রেসিডেন্ট অফ ভারত’ । সেই নিয়েই তোলপাড় দেশ।

আরও পড়ুন-মণিপুর ইস্যুতে সরব তৃণমূল কংগ্রেস

এই প্রসঙ্গে এবার মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স (পূর্ববর্তী টুইট) বার্তায় অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘ভারত বনাম ইন্ডিয়া বিজেপির তৈরি করা একটি বিভ্রান্তি মাত্র। এই অবস্থায় আমাদের উচিত আকাশ ছোঁয়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম, ব্যাপক মুদ্রাস্ফীতি, সাম্প্রদায়িক উত্তেজনা, বেকারত্ব, সীমান্ত বিরোধ এবং ডাবল ইঞ্জিন এবং জাতীয়তাবাদের বিষয়ে তাদের অহেতুক মন্তব্যের জন্য সরকারকে নিশানা করা।’

 

Latest article