ডিসেম্বরেই টেট, শুরু প্রস্তুতি

Must read

প্রাথমিক শিক্ষা পর্ষদ টেট (Primary TET) নেওয়ার তৎপরতা শুরু করল। ডিসেম্বর মাসে প্রাথমিকের টেট নেওয়ার প্রস্তুতি শুরু করে দিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। খুব শীঘ্রই এই পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হবে বলে পর্ষদ সূত্রে খবর।

চলতি সেপ্টেম্বর মাসেই বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা রয়েছে। গত বছরের মতো এই বছরও ডিসেম্বর মাসে টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা টেট (Primary TET) নেওয়ার প্রস্তুতি চলছে। সেক্ষেত্রে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে পরীক্ষা হতে পারে। তবে গত বছরের টেটের নিয়োগ প্রক্রিয়া এখনও শেষ করতে পারেনি পর্ষদ। এই ব্যাপারে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন, আদালতের নির্দেশ পেলেই তাঁরা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবেন।

আরও পড়ুন- মণিপুর ইস্যুতে সরব তৃণমূল কংগ্রেস

Latest article