‘আমি নেত্রীকে বলব আপনি নিশ্চিন্তে থাকুন’ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে অভিষেক

তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের ২৬ তম প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়

Must read

তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের ২৬ তম প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) গত পঞ্চায়েত ভোট (Panchayat election) প্রসঙ্গে বলেন, ‘মানুষের আশীর্বাদ নিয়ে আমরা গণতান্ত্রিক ভাবে পঞ্চায়েত জিতেছি। বিরোধীরা বেশি মনোনয়ন জমা দিয়েছে।’

বাম ও বিজেপিকে নিশানা করে তিনি আরও বলেন, ‘যাঁরা কথায়-কথায় হাইকোর্টে যায়। বলে সিসিটিভি লাগাতে হবে বুথে। তারা বলছে কলেজ চত্বরে সিসিটিভি লাগানো যাবে না। আসলে এটা বংশগত পরম্পরা। এদের দাদুরা কম্পিউটারের বিরুদ্ধে, বাবারা ইংরেজির বিরুদ্ধে, ছেলেরা সিসিটিভির বিরুদ্ধে। আমরা সিসিটিভি লাগাবোই। কোনও পড়ুয়ার প্রাণ যাবে না।’

আরও পড়ুন-‘প্রথম রোদে আপনারা দগ্ধ হচ্ছেন, কিন্তু মনটা দগ্ধ হয়নি’ ছাত্রজীবনের রাজনীতির স্মৃতিচারণায় মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায়কে এদিন তিনি আশ্বস্ত করে বলেন, ‘আমি নেত্রীকে বলব আপনি নিশ্চিন্তে থাকুন। কেশ স্পর্ষ করার ক্ষমতা বিজেপি-র নেই। তার আগেই তৃণমূল যুবর উপর দিয়ে লড়াই করে আপনার কাছে পৌঁছতে হবে।’

আরও পড়ুন-‘দড়ি ধরে মারো টান’ তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ প্রতিষ্ঠা দিবসে কেন্দ্রকে নিশানা দেবাংশুর

মিডিয়াকে নিশানা করে তিনি বলেন, ‘মিডিয়ার লোকজন তদন্ত করে না। মানুষকে কলুষিত করেন। এটা র‌্যাগিং নয়? কোনও বাপের ব্যাটা থাকলে বলুক দুর্নীতির অভিযোগ থাকলে মৃত্যু বরণ করেবে।’

এদিন তিনি বিরোধীদের কটাক্ষ করে বলেন, ‘আমাদের ধমকে লাভ নেই। আমি যেদিন ফিরলাম। তার পরের দিন ইডিকে পাঠিয়েছে রেড করতে। তল্লাশি করেছে তার সঙ্গে সঙ্গে ষোলাটা ফাইল কম্পিউটারে ডাউনলোড করে দিয়ে চলে এসেছে। আমি বলছি এই ফাইলটাই যদি কয়েকদিন পর ইডি সিবিআই পেত তাহলে এই সংবাদ মাধ্যম বলত অভিষেকের অফিস থেকে কলেজের লিস্ট পাওয়া গিয়েছে।’

Latest article