‘দড়ি ধরে মারো টান’ তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ প্রতিষ্ঠা দিবসে কেন্দ্রকে নিশানা দেবাংশুর

রেল দুর্ঘটনা থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি সব কিছু নিয়েই তার নিশানায় আজ ছিল কেন্দ্রীয় সরকার।

Must read

আজ সোমবার তৃণমূল ছাত্র পরিষদের ২৬ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ধর্মতলার মেয়ো রোড (Mayo road) সভা অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে উপস্থিত ছিলেন দেবাংশু ভট্টাচার্য। ‘রাজা’ কে খানখান করতে ছাত্র যুবদের অঙ্গীকারবদ্ধ হওয়ার বার্তা দেন তিনি। এদিন তার বক্তব্যে আগামী ২০২৪ লোকসভা নির্বাচনে কেন্দ্রের বিজেপি সরকারকে হটানোর কথা বার বার উঠে এসেছে। কবিতার ছন্দে তৃণমূল ছাত্র পরিষদের নেতা কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করেন তিনি। রেল দুর্ঘটনা থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি সব কিছু নিয়েই তার নিশানায় আজ ছিল কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন-তদন্তের এক্তিয়ার নেই রাজ্যপালের

এদিন দেবাংশু বলেন, ‘একটি ইঁদুর সাধুর আশীর্বাদে বাঘে রূপান্তরিত হয়ে সেই সাধু বাবাকেই ভক্ষণ করতে যায়। সেই সময় সাধু বাবা মন্ত্রপূত জল ছিটিয়ে তাঁকে পুনরায় ইঁদুরে পরিণত করে।’ ইঁদুর থেকে বাঘ হয়ে ওঠার কাহিনীকে নরেন্দ্র মোদীর উত্থানের সঙ্গে তুলনা করেন যুব নেতা দেবাংশু। কাহিনীর শেষে মন্ত্রপুত গঙ্গা জল থেকে যেমন ইঁদুর বাঘ থেকে আবার ইঁদুরে পরিণত হয়েছিল তেমন আগামী লোকসভা নির্বাচনে সাধারণ মানুষ সাধুর ভূমিকা নেবেন এবং মোদীর রাজনৈতিক পতন ঘটাতে চলেছেন।

আরও পড়ুন-মৃত শ্রমিকদের পরিবারকে অর্থসাহায্য রাজ্যের, রাজনীতি করছেন রাজ্যপাল : ফিরহাদ

যাদবপুর বিশ্ববিদ্যালয় বা রাজ্য বিজেপি নেতৃত্বকে তিনি কটাক্ষ করেন। আগামী লোকসভা নির্বাচনের আগে বড় মাপের সভায় কেন্দ্রকে আক্রমণ করার মঞ্চ তৈরি হয়েছে আজ ধর্মতলায়। কেন্দ্রের INDIA জোট থেকে শুরু করে রাজ্যে বিরোধীদের সমালোচনার জবাব দিলেন দেবাংশু।

Latest article