মৃত শ্রমিকদের পরিবারকে অর্থসাহায্য রাজ্যের, রাজনীতি করছেন রাজ্যপাল : ফিরহাদ

মালদহের মৃত শ্রমিকদের পরিবারকে অর্থ সাহায্য তুলে দেওয়ার সময় মন্তব্য করলেন মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

Must read

সংবাদদাতা, মালদহ : নিয়ম ভেঙেছেন রাজ্যপাল (governor) , তাতে অবশ্য বাংলার কোনও ক্ষতি হবে না। ভারতের সাংবিধানিক পরিকাঠামো নষ্ট হবে। মালদহের মৃত শ্রমিকদের পরিবারকে অর্থ সাহায্য তুলে দেওয়ার সময় মন্তব্য করলেন মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর অভিযোগ, বাংলার বিজেপিকে মদত দিচ্ছেন রাজ্যপাল, ইডি এবং সিবিআই। রাজ্যপাল রাজ্য সরকারকে মৃত শ্রমিকদের পরিবারকে কীভাবে সাহায্য করা যায় বা পাশে থাকা যায় তা নিয়ে আলোচনা না করে রেল দফতরের চেক নিয়ে নিজে গিয়ে প্রদান করেছেন। হয় তিনি রাজনীতি করতে চান, নয় নিছক ছবি তোলার জন্য এসব করছেন। রাজনৈতিক ব্যক্তিত্বকে মানুষ মনে রাখে, কোনও রাজ্যপালকে নয়, মন্তব্য ফিরহাদের। এদিন তিনি রতুয়া ২নং ব্লকের পুখুরিয়া চৌদুয়ায় মৃত শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করেন। ওঁদের সমস্যা শুনে সমাধানের নির্দেশ দেন।

আরও পড়ুন-লাদাখ, গুজরাত, মহারাষ্ট্র, রাজস্থান, দক্ষিণ ভারতেও ব্যাপক চাহিদা, মুখ্যমন্ত্রীর ‘জয় বাংলা’ রাখি ভিনরাজ্যেও

এরপর এক কর্মসূচির মাধ্যমে মৃত শ্রমিকদের পরিবারের হাতে দু লক্ষ টাকার চেক তুলে দেন। এমনকী মালদহ জেলা প্রশাসন, স্থানীয় বিধায়ক ও জেলা তৃণমূল নেতৃত্বকেও পাশে সর্বদা থাকার নির্দেশ দেন। ছিলেন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, তাজমুল হোসেন, জেলা তৃণমূল সভাপতি আবদুর রহিম বক্সি, মুশারফ হোসেন, বিধায়ক সমর মুখোপাধ্যায়, নীহাররঞ্জন ঘোষ, লিপিকা বর্মন ঘোষ প্রমুখ। রবিবার সকালে একটি কফিনবন্দি মৃতদেহ মালদহে এসে পৌঁছয়। বিধায়ক সমর মুখোপাধ্যায়ের হস্তক্ষেপে সেটি বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

Latest article