ভবানীপুরের উপনির্বাচনের আগে এটা শেষ রবিবার। দলীয় নেত্রী তথা প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভবানীপুরে পরপর প্রচার সভা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। কংগ্রেসকেও নিশানা করেন তিনি।
আরও পড়ুন-কৃষক আন্দোলনের পাশে আছি, তবে বনধ-কে সমর্থন নয়, স্পষ্ট জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়
এদিন ছিল বিদ্যাসাগরের জন্মবার্ষিকী। সেই প্রেক্ষিতে ২০১৯-এ বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, ‘বিদ্যাসাগর, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ- কাউকেই সম্মান করেন না, চেনেন না বিজেপি নেতৃত্ব।’ মোদির রবি ঠাকুরের কবিতা বলা নিয়ে অভিষেক কটাক্ষ করেন, ;কী যে বলেন তা হয়ত নিজেও বুঝতে পারেন না! অন্যরা বোঝা তো দূরস্থান।’
আরও পড়ুন-কৃষকবন্ধু
তৃণমূল সাংসদ এদিন বলেন, ‘দেশে কোনও উন্নয়ন করছে না মোদি সরকার। অথচ নাম বদল করে চলেছে। একজন প্রধানমন্ত্রী নিজের নামে স্টেডিয়ামের নাম বদল করে রাখলেন। বিজেপি যদি কোনও অবস্থায় বাংলায় ক্ষমতায় আসত, তাহলে ভবানীপুরের নাম বদলে ‘মোদিনীপুর’ করত’।
এজেন্সির ভয় দেখিয়ে তৃণমূল নেতাদের আটকানো যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, তাঁদের দল কংগ্রেসের মতো এজেন্সি ভয়ে বাড়িতে ঢুকে যাবে না। তৃণমূলকে যত আটকানোর চেষ্টা করা হবে, ততই তারা এগিয়ে যাবে। চ্যালেঞ্জ জানিয়ে অভিষেক বলেন, পারলে তৃণমূলকে আটকে দেখান।
আরও পড়ুন-বাবার স্বপ্ন সাকার, প্রিন্স সফল ইউপিএসসি-তে
এদিন ফের অভিষেক বলেন, তৃণমূল গেট খুলে দিলে কয়েকদিনের মধ্যেই বিজেপি দলটা উঠে যাবে। যে সংখ্যায় নেতা-কর্মী তৃণমূলের আসতে চাইছেন, তাতে বিজেপির অস্তিত্ব থাকবে না।