‘বিজেপির সঙ্গে ইডি-সিবিআই আছে, মমতার সঙ্গে মানুষ আছে’ আত্মবিশ্বাসী অভিষেক বন্দ্যোপাধ্যায়

যখনই ত্রিপুরায় অভিষেক যান ঠিক তখনই কেন্দ্রীয় এজেন্সির উপদ্রপ শুরু হয়।

Must read

যখনই ত্রিপুরায় অভিষেক যান ঠিক তখনই কেন্দ্রীয় এজেন্সির উপদ্রপ শুরু হয়। মঙ্গলবার, আগরতলার জনসভা থেকে এই কথাই বললেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর ত্রিপুরায় যাওয়ার দিনই স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে (Rujira Banerjee) জেরা করতে তাঁর বাড়ি ‘শান্তিনিকেতন’-এ গিয়েছে সিবিআই (CBI) দল। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই কাজ বলেই মনে করছেন অভিষেক। তিনি অভিযোগ করেন, সিবিআই, ইডির (ED) মতো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলিকে কাজে লাগিয়ে তৃণমূলকে ভয় দেখানোর চেষ্টা করছে বিজেপি ।

আরও পড়ুন-‘ডবল ইঞ্জিন সরকার মানে ডবল চোরের সরকার’ ক্ষোভ প্রকাশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ত্রিপুরার উপনির্বাচনের আগে আগরতলা সফরে যান অভিষেক। আর এইদিনই তাঁর স্ত্রী রুজিরাকে জেরা করতে সিবিআই পৌঁছায় অভিষেকের বাড়িতে। সেই প্রসঙ্গ উল্লেখ করে আগরতলার নির্বাচনী জনসভা থেকে কেন্দ্রকে নিশানা করে তোপ দাগেন অভিষেক। তিনি ত্রিপুরায় আসতে গেলেই কেন্দ্রীয় এজেন্সির উপদ্রব কেন শুরু হয়- প্রশ্ন তোলেন অভিষেক। তবে, ইডি-সিবিআই দিয়ে ভয় দেখালেও তিনি মাথা নোয়াবেন না- সাফ জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

আরও পড়ুন-আগরতলায় অভিষেকের রোড শো-এ তৃণমূল কংগ্রেস নেতা-কর্মীদের উন্মাদনা তুঙ্গে

তীব্র আক্রমণ করে অভিষেক বলেন, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে বিজেপি। তিনি প্রশ্ন তোলেন, বিজেপি এত বড় একটা দল। তাহলে কেন তারা মমতা- তৃণমূলকে ভয় পাচ্ছে! অভিষেকের কথায়, “বিজেপির সঙ্গে ইডি-সিবিআই আছে। মমতার সঙ্গে মানুষ আছে।“

Latest article