কেশপুরে আজ সভা অভিষেকের

সামনে পঞ্চায়েত নির্বাচন হলেও এই সভা শুধু সেদিকে তাকিয়ে নয়। কারণ, সারা বছর— ৩৬৫ দিন তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকে।

Must read

প্রতিবেদন : ঘাটাল ও মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে আজ শনিবার পশ্চিম মেদিনীপুরের কেশপুরের আনন্দপুর উচ্চবিদ্যালয়ের মাঠে বিশাল জনসভায় বক্তব্য রাখবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই পঞ্চায়েত নির্বাচনের আগে এই জেলায় তৃণমূল কংগ্রেসের নেতা- কর্মী-সমর্থকরা মুখিয়ে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বলেন তা শুনতে।

আরও পড়ুন-দিনের কবিতা

আজ জেলার সব ক’টি বিধানসভা ও লোকসভা থেকে বিধায়ক-সাংসদেরা উপস্থিত থাকবেন। উপস্থিত থাকবেন পশ্চিম মেদিনীপুর জেলায় তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের সাংগঠনিক নেতৃত্ব। জেলার প্রতিটি ব্লক থেকে কর্মী-সমর্থকরা ইতিমধ্যেই মেদিনীপুর শহরে আসতে শুরু করে দিয়েছেন।

আরও পড়ুন-জিনিসপত্রের দামে লাগাম দিতে জেলায় নজরদারি কেন্দ্র, ২২টি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উপর কড়া নজরদারি চালাবেন টাস্ক ফোর্সের কর্তা-ব্যক্তিরা

সামনে পঞ্চায়েত নির্বাচন হলেও এই সভা শুধু সেদিকে তাকিয়ে নয়। কারণ, সারা বছর— ৩৬৫ দিন তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকে। মানুষের জন্য কাজ করে। ফলে শুধুমাত্র ভোট এলেই সভা করতে নেমে পড়লাম— এই মানসিকতা নিয়ে চলে না তৃণমূল কংগ্রেস। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন কেশপুরে। তিনি দিক্নির্দেশ দেবেন। দলের দুই সাংগঠনিক জেলার তরফে সবরকম প্রস্তুতি সারা। বেলা ২টোয় সভা শুরু হবে।

আরও পড়ুন-দুর্ঘটনার কবলে রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়র কনভয়

শুক্রবার দিনভর দফায় দফায় জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর অজিত মাইতির নেতৃত্বে কেশপুরের বিধায়ক শিউলি সাহা, দুই সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা ও আশিস হুলাইত, সভাধিপতি উত্তরা সিং হাজরা, পুরসভার চেয়ারম্যান সৌমেন খান ও অন্য নেতৃবৃন্দ নিজেদের মধ্যে দফায় দফায় বৈঠক করেন। মাঠ পরিদর্শন করেন। জেলা পুলিশের তরফেও সকলের সঙ্গে যোগাযোগ রেখে নিরাপত্তার বিষয়টি চূড়ান্ত করা হচ্ছে। এখন শুধু অপেক্ষা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছনোর। তবে আজকের সভা যে সবদিক থেকেই ঐতিহাসিক হতে চলেছে এ-বিষয়ে কোনও সন্দেহ নেই।

Latest article