প্রতিবেদন : তিনি কথা দিলে কথা রাখেন। বজবজ-পূজালি ও তার আশপাশের অঞ্চলের মানুষের কল্যাণে আজ শুক্রবার উদ্বোধন হতে চলেছে নবনির্মিত চড়িয়াল সেতুর। এর ফলে উপকৃত হবেন কয়েক লক্ষ মানুষ। আজ বিকেল চারটেয় এই সেতুর উদ্বোধন করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিকেল চারটেয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন একাধিক বিধায়ক-পুরপ্রধান-মন্ত্রী-কাউন্সিলর-সহ অন্য ব্যক্তিত্বরা।
আরও পড়ুন-রাজ্য পুলিশে ফের রদবদল
গত জানুয়ারিতেই প্রশাসনিক বৈঠক ও নির্মীয়মাণ জলপ্রকল্পের কাজ দেখে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ চড়িয়াল সেতু উদ্বোধনের পর তিনি কী বলেন সেদিকে নজর থাকবে সকলের। পূর্ত দফতরের আর্থিক সহযোগিতায় চড়িয়াল সেতু তৈরি হয়েছে। এটি বজবজ ও পূজালির মধ্যে সংযোগের কাজ করবে। আগে এটি ছোট আকারে ছিল। নতুন চড়িয়াল সেতু অনেক বেশি প্রশস্ত ও যান-চলাচলের জন্য পোক্ত করেই তৈরি করা হয়েছে।