উত্তর-পূর্ব ভারতের রাজ্যের উপর তৃণমৃল কংগ্রেস নজর দিয়েছে। ত্রিপুরা ছাড়াও মেঘালয় (Meghalaya) ও অসমেও (Assam) সংগঠন মজবুত করা হচ্ছে। এই সকল রাজ্যের উপর জোর দিয়ে সেখানে সভা-মিছিল করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ২৯ জুন ফের একদিনের সফরে মেঘালয় যাচ্ছেন তিনি। বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ শিলংয়ে দলীয় কার্যালয়ের উদ্বোধন করবেন অভিষেক। বেলা সাড়ে ১২টা নাগাদ দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।
আরও পড়ুন-ক্রিটিকাল কেয়ার থেকে তরুণ মজুমদারকে স্থানান্তরিত করা হবে, শারীরিক অবস্থার উন্নতির লক্ষণ
ত্রিপুরায়, অসমের পাশাপাশি জোড়াফুল ফুটেছে মেঘালয়েও। একেবারে মেঘালয়ের বিরোধী দল হয়েছে তৃণমূল। আগামী লোকসভা নির্বাচনের সেখানে সংগঠন আরও মজবুত করতে তৎপর হচ্ছে জোড়াফুল শিবির। বুধবার, দলীয় কর্মসূচিতে অভিষেক ছাড়াও হাজির থাকবেন মেঘালয়ের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা মানসরঞ্জন ভুঁইয়া, মেঘালয় তৃণমূলের রাজ্য সভাপতি চার্লস পিনগ্রপ, তৃণমূলের পরিষদীয় দলের নেতা মুকুল সাংমাও।
আরও পড়ুন-নূপুরে ‘নীরব’ মোদি: বিজেপিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
ত্রিপুরার পাশাপাশি মেঘালয়েও আগামী বছর বিধানসভা নির্বাচন। এই দুই রাজ্যেই ক্ষমতা দখল করতে চায় তৃণমূল। ২০২৪ লোকসভা নির্বাচনের আগে এই দুই রাজ্যের বিধানসভা নির্বাচনে অ্যাসিড টেস্ট হবে তৃণমূলের। সেই লক্ষ্যেই সংগঠনকে মজবুত করার লক্ষ্যে নেমেছে জোড়াফুল শিবির।