‘ছবি-ছবি করতে করতে দেখবেন, বিজেপি দলটাই ছবি হয়ে যাবে’ কটাক্ষ মমতার

আজ যদিও প্রথম বার নয় এর আগেও সব প্রকল্পে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ছবি দেওয়ার বিষয় নিয়ে মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Must read

আজ যদিও প্রথম বার নয় এর আগেও সব প্রকল্পে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ছবি দেওয়ার বিষয় নিয়ে মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ আবার এই বিষয় নিয়ে কেন্দ্রের বিজেপি (BJP) সরকারের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেন তিনি। মঙ্গলবার, আসনসোলের (Asansol) সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সব জায়গায় প্রধানমন্ত্রীর ছবি চাই!’’

আরও পড়ুন-আগামিকাল একদিনের সফরে শিলংয়ে তৃণমূলের কার্যালয়ের উদ্বোধন করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

তৃণমূল নেত্রীর কথায়, ‘‘সব বাড়িতে প্রধানমন্ত্রীর ছবি চাই! লাগিয়ে দিন। সব জায়গায় শুধু মোদির ছবি লাগিয়ে দিন। যত রাস্তা-ঘাট, মাঠ-স্টেশন, যা আছে— সব জায়গায় ছবি লাগিয়ে যাও। ছবি-ছবি করতে করতে দেখবেন, বিজেপি দলটাই ছবি হয়ে যাবে। সাইনবোর্ডে পরিণত হবে। মানুষের কাজে লাগবে না।’’ বিজেপি সরকারকে ‘অপদার্থ’ বলেও আক্রমণ করেন মমতা।

আরও পড়ুন-ক্রিটিকাল কেয়ার থেকে তরুণ মজুমদারকে স্থানান্তরিত করা হবে, শারীরিক অবস্থার উন্নতির লক্ষণ

সম্প্রতি কেন্দ্রের তরফে রাজ্য সরকারকে জানানো হয়েছে, আবাস যোজনায় প্রধানমন্ত্রীর নাম যুক্ত না করলে, তারা আর এই প্রকল্পে টাকা দেবে না। পাল্টা রাজ্যের যুক্তি, যে কোনও রাজ্য তাদের নিজের নামে প্রকল্প করতে পারে। গুজরাট, উত্তরপ্রদেশে যদি তাদের নামে বাড়ি প্রকল্প থাকতে পারে, তা হলে বাংলার নামে থাকলে বিজেপির আপত্তি কীসের! এদিন, প্রকল্পের নাম না করলেও পরোক্ষে ওই ইস্যু নিয়েই বিজেপি-কে তীব্র আক্রমণ করেন মমতা।

Latest article