‘আবার জিতবে বাংলা কর্মসূচি’তে রবিবার নদিয়া জেলায় যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার বহরমপুরে রোড শো করতে দেখা গেছে তাকে। আজ কৃষ্ণনগরের (Krishnanagar) চাপড়ার শ্রীনগর মোড়ে রোড শো করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পাশাপাশি এসআইআর ইস্যুতে সুর চড়াবেন এখানেও।
আরও পড়ুন-বাংলার শীতের মেলা
গোটা জানুয়ারি মাস জুড়ে জেলায় জেলায় অভিষেক ‘রণসংকল্প যাত্রা’ করছেন। কোথাও জনসভা তো কোথাও পদযাত্রা করতে দেখা যাচ্ছে তৃণমূল সাংসদকে। কখনও তিনি রাস্তার মাঝে তিনি রাস্তা দু’ধারে উড়ছে পড়া ভিড়ের মাঝে জনসংযোগের পাশাপাশি জরুরি পরিষেবার গাড়িকে জায়গা করে দিচ্ছেন, আবার সভা মঞ্চ বা রোড শো থেকে কারোর অসুস্থতার খবরে তাকে সাহায্য করতে এগিয়ে যাচ্ছেন। রবিবার কৃষ্ণনগরে কর্মসূচি চলাকালীন বিজেপি ও নির্বাচন কমিশনকে একজনকে নিশানা করবেন তৃণমূলের (TMC ) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal assembly election) এই জেলার জন্য তিনি কত টার্গেট বেঁধে দেন সেদিকে নজর থাকবে দলীয় নেতাকর্মীদের।












