প্রতিবেদন : সল্টলেক সেন্ট্রাল পার্কের পরে এবারে দক্ষিণের গীতাঞ্জলি স্টেডিয়ামের ব্যবস্থাপনা খতিয়ে দেখলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দরজায় কড়া নাড়ছে ২১ জুলাই। উদ্দীপনা তুঙ্গে। শহিদ দিবসের প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে। ই এম বাইপাসের কাছে গীতাঞ্জলি স্টেডিয়ামে উপস্থিত হয়ে সেই প্রস্তুতিরই তদারকি করলেন অভিষেক।
আরও পড়ুন-ভোট দিতে এসে কেউ তুললেন সেলফি, কেউ আড্ডায়
অস্থায়ী এই শিবিরে থাকা-খাওয়ার ব্যবস্থা হয়েছে দূর-দূরান্ত থেকে আসা তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের। অভিষেক খুঁটিয়ে দেখলেন সেই আয়োজন। সঙ্গে ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। ছিলেন স্থানীয় কাউন্সিলর সুশান্ত ঘোষও। সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানতে চাইলেন ব্যবস্থাপনার খুঁটিনাটি। প্রয়োজনীয় নির্দেশও দিলেন স্টেডিয়ামের অস্থায়ী শিবিরের দায়িত্বে থাকা নেতা-কর্মীদের। খাবার এবং পানীয় জলের কোনও অসুবিধে যাতে না হয় সেদিকে বিশেষ নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কোভিড-সুরক্ষার উপরে বিশেষ গুরুত্ব দেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক। স্বাস্থ্যবিধি অক্ষরে অক্ষরে মেনে চলার নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, কয়েকদিন আগে সল্টলেকের সেন্ট্রাল পার্কের অস্থায়ী শিবিরও পরিদর্শনে গিয়েছিলেন তিনি।