ইডির দফতরে না দু’দিন দিল্লির ধরনা কর্মসূচিতেই থাকবেন অভিষেক

Must read

ইডি দফতরে যাচ্ছেন না তৃণমূলের সর্বাভারতী সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। থাকছেন দিল্লিতে তৃণমূলের ধরনা কর্মসূচিতেই। সাফ জানিয়েদিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক লিখেছেন, “পশ্চিমবঙ্গের বঞ্চিতদের লড়াই চলবেই। পৃথীবির কোনো শক্তিই জনগণের মৌলিক অধিকারের  লড়াইয়ের করার জন্য আমায় আটকাতে পারবে না। আমি ধরনা কর্মসূচিতে যোগ দিতে ২ ও ৩ অক্টোবর দিল্লিতে থাকব।” একই সঙ্গে তিনি মোদি সরকারকে তাঁকে আটকে দেখানোর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন।

বিজেপি ভীতু সেই কারণেই তৃণমূল কংগ্রেস বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও রাজনৈতিক কর্মসূচি থাকলেই তার আগে তাঁকে আটকাতে মরিয়া বিজেপি সমন পাঠাচ্ছে ভায়া এজেন্সি। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ঠিক এমনটাই হয়েছিল। ৩ অক্টোবরই কলকাতার সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজির হওয়ার জন্য ইডির তরফে সমন পাঠানো হয়েছিল। ইডি সমন পাঠিয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। সেই সমন পাওয়ার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই অভিষেক জানিয়েদিলেন তিনি ইডির দফতরে যাচ্ছেন না। থাকছেন দিল্লির বিক্ষোভ কর্মসূচিতেই।

আরও পড়ুন- ভারতের সেরা দশের তালিকায় কলকাতার স্কুল

Latest article