অভিষেকের অপেক্ষায় আলিপুরদুয়ার

Must read

বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার: বুধবার কোচবিহার জেলার নির্ধারিত কর্মসূচি শেষ করে বৃহস্পতিবার সকালেই আলিপুরদুয়ার (Abhishek banerjee- Alipurduar) জেলায় তাঁর ঠাসা কর্মসূচি নিয়ে পৌঁছবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর একদিনের এই ঝটিকা সফর নিয়ে প্রবল উন্মাদনা তৈরি হয়েছে তৃণমূল কর্মী- সমর্থকদের মধ্যে। তাঁদের পাশাপাশি অভিষেকের জন্য প্রহর গুনছেন সাধারণ জেলাবাসীও। ‘তৃণমূলে নবজোয়ার’ (Trnamoole Nobo Jowar) নামক এই সফরে জেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় যাবেন তিনি। কৃষি বলয় থেকে শুরু করে চা-বলয়, সর্বত্র মানুষের সঙ্গে খোলামেলা ভাবে কথা বলবেন তিনি। কথা বলবেন সাধারণ মানুষ থেকে শুরু করে চা-শ্রমিক সকলের সঙ্গে। জেলার মানুষের সুখ-দুঃখের খোঁজখবর নিতেই তাঁর এই সফরে আসা। দলীয় সাংগঠনিক কাজের ঊর্ধ্বে সাধারণ মানুষের কাজ করতেই তিনি এসেছেন জেলায়, এই বার্তাই পৌঁছে দিতে এসেছেন। জেলার প্রান্তিক এলাকার মানুষ ঠিকমতো রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুযোগসুবিধা পাচ্ছেন কি না তার খোঁজ নিয়ে কোথাও কোনও সমস্যা থাকলে তা সমাধান করার পথ বলে দিতেই তাঁর এই সফর। আগামী দিনে গ্রাম বাংলায় সাধারণ মানুষের পঞ্চায়েত গড়ে তুলতে বুথের সাধারণ মানুষের মতামত জানতেই অভিষেকের (Abhishek banerjee- Alipurduar) এই সফর। আর তাঁর এই সফরের মধ্যে দিয়েই আগামী দিনে রাজ্যের উন্নয়নের রূপরেখা তৈরি হবে বলে বিশ্বাস করেন সাধারণ মানুষ। তাই অভিষেকের অপেক্ষায় প্রহর গুনছে বারবিশা থেকে বীরপাড়া, জেলার প্রতিটি প্রান্ত।

আরও পড়ুন-হুমকির সুরে কথা বলা উচিত নয় শাহর : জহর 

Latest article