পূর্ব মেদিনীপুরে জনসংযোগে চমক

Must read

মণীশ কীর্তনিয়া: তৃণমূলে নবজোয়ার কর্মসূচি (Trinamoole Nobo Jowar) বৃহস্পতিবার ১৭ দিন পার করে ফেলল। দু’হাজার কিলোমিটার রাস্তা চষে ফেলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কোচবিহার থেকে শুরু করে একটার পর একটা জেলায় ঝড় তুলে দিয়েছেন এই কর্মসূচির মধ্যে দিয়ে। গোটা বঙ্গবাসী এতদিনে জেনে গিয়েছে তৃণমূলে নবজোয়ার ঠিক কীভাবে, কোন পথে এগোচ্ছে। তার প্রতিটি পদক্ষেপ লাইভ টেলিকাস্ট হচ্ছে। কিন্তু এই কর্মসূচি এবার কিছুটা হলেও খোলনলচে বদলাতে চলেছে পূর্ব মেদিনীপুর জেলায় গিয়ে। এই জেলার জন্য অন্য পরিকল্পনা রয়েছে। এখনও পর্যন্ত ঠিক হয়েছে, পূর্ব মেদিনীপুর জেলায় একটানা পদযাত্রা করবেন অভিষেক। প্রায় ২০-২৫ কিলোমিটার এই পদযাত্রায় তিনি কোনও গাড়ি ব্যবহার করবেন না। এর বাইরেও একাধিক এমন কিছু কর্মসূচির পরিকল্পনা করা হচ্ছে যা এতদিন করা হয়নি। পদযাত্রা কোথা থেকে শুরু হয়ে কোথায় শেষ হবে তার হিসেব-নিকেশ চলছে। পূর্ব-মেদিনীপুর জেলার তমলুক-নন্দকুমার-নন্দীগ্রাম-কাঁথি-দিঘা সহ আরও কয়েকটি অঞ্চলে কর্মসূচিতে চমক থাকার সম্ভাবনা। অভিষেক (Abhishek Banerjee) নিজে কর্মসূচির পুঙ্খানুপুঙ্খ পরিকল্পনা ও চুলচেরা বিশ্লেষণ করছেন।

আরও পড়ুন: পূর্ব বর্ধমানে অভিষেকের সফর ঘিরে উদ্দীপনা

Latest article