প্রতিবেদন : আজ পশ্চিম মেদিনীপুরের বেলদা স্টেডিয়াম মাঠে জনগর্জন সভায় বক্তব্য রাখবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। লোকসভা নির্বাচনকে সামনে রেখে টানা প্রচার শুরু করেছেন অভিষেক। জলপাইগুড়িতে তাঁর প্রথম জনগর্জন সভা হয়েছে। দ্বিতীয়টি হবে বেলদায়। এরপর বর্ধমান, বসিরহাট-সহ একাধিক জেলায় সভা করবেন তিনি। ব্রিগেডের মঞ্চ থেকে চড়া সুরে বিজেপিকে বিঁধছেন অভিষেক (Abhishek Banerjee)। বিজেপির মিথ্যে প্রতিশ্রুতির ভিডিও দেখিয়ে জনগণকে বলছেন তাঁরা কোনটা চান। মোদির মিথ্যে গ্যারান্টি নাকি দিদির কাজের ওয়ারেন্টি। অভিষেকের কথায়, মোদির গ্যারান্টি মানে জিরো ওয়ারেন্টি আর দিদির গ্যারান্টি মানে লাইফটাইম ওয়ারেন্টি। তথ্য তুলে ধরে প্রতিটি সভায় প্রধানমন্ত্রী-সহ বিজেপি সরকারকে চ্যালেঞ্জ করছেন অভিষেক। স্পষ্ট বলছেন, বাংলায় এসে টাকা দেওয়া নিয়ে মোদি যে মিথ্যাচার করে গিয়েছেন তার স্বপক্ষে শ্বেতপত্র প্রকাশ করুন তিনি। একেবারে কাগজ হাতে নিয়ে অভিষেক বলছেন, গত তিনটি অর্থবর্ষে কেন্দ্রীয় সরকার বাংলায় ১০০ দিনের কাজ ও আবাস যোজনার জন্য একটা টাকাও দিয়েছে প্রমাণ করতে পারলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। এই পরিস্থিতিতে লোকসভা নির্বাচনের লড়াইয়ে তৃণমূল কংগ্রেস যে বিজেপিকে এক ইঞ্চি জমিও ছাড়বে না তা প্রমাণ করে দিচ্ছেন। ব্রিগেড মঞ্চেই বাংলার ৪২টি কেন্দ্রের জন্য প্রার্থী-তালিকা ঘোষণা করেছে দল। ৪২ প্রার্থীকে নিয়েই র্যা ম্পে হেঁটেছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন তাঁদের। প্রার্থীরা এই মুহূর্তে প্রতিটি কেন্দ্র তাঁদের মতো করে চষে ফেলছেন। বাকি দলগুলি যেখানে সব কেন্দ্রে প্রার্থী ঘোষণা করতে পারেনি সেখানে তৃণমূল কংগ্রেস অনেক আগেই সব কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে তাঁদের মাঠে নামিয়ে দিয়েছে। প্রার্থীরাও ছুটে বেড়াচ্ছেন দিনভর। কাল বেলদার সভায় অভিষেক ফের দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার করবেন।
আরও পড়ুন- বসন্তে লাগুক উষ্ণ ছোঁয়া
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…