দিন কয়েক আগে ত্রিপুরায় গিয়ে আক্রান্ত হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল আক্রান্ত হয়েছেন দলের নেতা-কর্মীরা। এবার তাঁদের পাশে দাঁড়ানোর জন্য আজ, রবিবার ফের ত্রিপুরা যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: বিপ্লব দেব, বিজেপিকে সাফ করা হবে ত্রিপুরা থেকে : যুবনেতাদের ওপর হামলার ঘটনায় ক্ষুব্ধ সায়নী
ত্রিপুরার ধলাই জেলার আমবাসায় যুব তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা, জয়া দত্তদের গাড়িতে শনিবার হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এই ঘটনায় রবিবার ত্রিপুরা সফরের কথা প্রকাশ্যে এনে টুইটে তোপ দাগেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লেখেন, “ত্রিপুরায় বিজেপির গুন্ডাদের হাতে নৃশংসভাবে হামলার শিকার হওয়া প্রত্যেক তৃণমূল কর্মীদের পাশে দাঁড়াতে আমি ত্রিপুরায় আসছি। আমি প্রতিজ্ঞা করছি শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি লড়াই চালাবো। ক্ষমতা থাকলে আমাকে আটকান বিপ্লব দেব।”
আরও পড়ুন : দেবাংশু-জয়া-সুদীপ আক্রান্ত ত্রিপুরায়! নীরব দর্শকের ভূমিকায় পুলিশ, তীব্র নিন্দা অভিষেকের
গতকাল আক্রান্ত নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক টুইট করে লিখেছিলেন, “ত্রিপুরায় বিজেপির দুষ্কৃতীরা আসল রং দেখিয়ে দিয়েছে। এই বর্বর হামলা প্রমাণ করে সেখানে বিপ্লব দেবের সরকারের আমলে গুন্ডারাজ চলছে। যা খুশি করুন, তৃণমূল নিজের জায়গা থেকে এক ইঞ্চি সরবে না।”