বিপ্লব দেব, বিজেপিকে সাফ করা হবে ত্রিপুরা থেকে : যুবনেতাদের ওপর হামলার ঘটনায় ক্ষুব্ধ সায়নী

Must read

ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা এবং জয়া দত্ত। ভাঙা হয়েছে গাড়িও। ইতিমধ্যেই এর তীব্র নিন্দা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সহ অনেক তৃণমূল নেতা-নেত্রীরাই। ত্রিপুরার এই হামলার ঘটনার নিন্দায় সরব হয়েছেন তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষ।

আরও পড়ুন-নদীর ভাঙন পরিদর্শন, জল ও সেচের উন্নয়নের জন্য ঝাড়গ্রামে তিন মন্ত্রী

শনিবার ত্রিপুরায় তৃণমূল যুবনেতাদের উপর হামলার ঘটনার প্রতিবাদে টুইট করে বিজেপিকে একহাত নিয়েছেন সায়নী ঘোষ। বিপ্লব দেবকে টুইটারে মেনশন করে সায়নী লিখেছেন, ”Go die! আপনার অর্ধেক বয়সের এই যুবনেতাদের উপর এভাবে হামলা করার জন্য নিজের উপর আপনার লজ্জা হওয়া উচিত। আর আমরা যখন কোনও কথা বলি, সে‌টা বিশ্বাস করুন। ত্রিপুরার মানচিত্র থেকে আপনাকে ও আপনার দলকে ধুয়ে মুছে সাফ করে দেব। আমরা প্রতিজ্ঞা করলাম।” এরসঙ্গে সায়নী হ্যাশ ট্যাগ দিয়েছেন #tripurateKhelaHobe।

আরও পড়ুন-‘সোনার ছেলে’ নীরজকে অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী

আজ দুপুরে আমবাসা যাওয়ার পথে বিজেপি আশ্রিত একদল দুষ্কৃতী তাঁদের উপর চড়াও হয়। তাঁদের গাড়ি লক্ষ্য করে মুড়ি-মুড়কির মতো ইট পাথরও ছোঁড়া হয়। গাড়ি ভাঙচুর চালানো হয়। অভিযোগ, বাঁশ, রড দিয়ে তাঁদের আক্রমণ করা হয়। ঘটনায় গুরুতর জখম হয়েছেন তৃণমূল নতুন প্রজন্মের নেতা, সুবক্তা, প্রতিবাদী সুদীপ রাহা। আক্রান্ত হয়েছেন দেবাংশু ভট্টাচার্য ও জয়া দত্ত। ঘটনায় পুলিশি হস্তক্ষেপ চেয়ে ধর্নায় বসেছেন জয়া, সুদীপ, দেবাংশুরা। ত্রিপুরার বর্ষীয়ান নেতা আশিসলাল সিংয়ের নেতৃত্বে স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা এই ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। অন্যদিকে ঘটনাস্থলে পুলিশ থাকলেও তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেছেন দেবাংশু, সুদীপরা। পুলিশের সামনে বিজেপি গুন্ডাবাহিনী তাঁদের আক্রমণ করেছে। আর তা দেখে নীরব দর্শকের ভূমিকা পালন করছে বিপ্লব দেবের পুলিশ।

Latest article