সোমনাথ বিশ্বাস, আগরতলা: প্রাকৃতিক বিপর্যয় উপেক্ষা করেই রবিবার ফের ত্রিপুরায় (Tripura) পৌঁছলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন রাতেই তিনি বানভাসি আগরতলায় চলে আসেন। এরপর সোমবারের কর্মসূচি ও চার কেন্দ্রের উপনির্বাচন নিয়ে রাতেই শীর্ষ নেতৃত্বের সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠক করেন। আজ, সোমবার সুরমায় দলীয় প্রার্থী অর্জুন নমঃশূদ্রর সমর্থনে সভা করবেন অভিষেক। এই সুরমাতেই কয়েকদিন আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় এক পরিবারের সদস্যদের উপর নির্মম হামলা চালায় গেরুয়া বাহিনীর দুষ্কৃতীরা। বাদ পড়েনি পরিবারের শিশুও। প্রথমে গড়িমসি করলেও তৃণমূলের প্রতিবাদের চাপে ঘটনার মূল অভিযুক্ত স্থানীয় বিজেপি নেতাকে ধরতে বাধ্য হয় পুলিশ। গত কয়েকদিনে এখানকার একাধিক পরিবারের সদস্যরা তৃণমূলের পতাকা হাতে তুলে নেওয়ায় ভীত বিজেপি। মরিয়া হয়ে সন্ত্রাসই এখন তাদের হাতিয়ার। প্রবল বৃষ্টির মধ্যেই উপনির্বাচনের প্রচারে দ্বিতীয় দফায় ত্রিপুরায় এলেন অভিষেক। এর আগে গত সপ্তাহে ৬ নম্বর আগরতলা ও টাউন বড়দোয়ালি কেন্দ্রের তৃণমূল প্রার্থী পান্না দেব ও সংহিতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচারে এসে ঐতিহাসিক রোড-শো এবং বিরাট সভা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দুর্যোগের মধ্যেও সুরমায় অভিষেকের সভার প্রস্তুতি সারা। সভার আগে সোমবার সকালে আগরতলায় সাংবাদিক সম্মেলন করবেন অভিষেক (Tripura- Abhishek Banerjee)।