জঙ্গিপুরবাসীর দাবি মিটল, থামবে ট্রেন

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর :‌ বহরমপুর–জঙ্গিপুরবাসীর দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হল। জঙ্গিপুর তৃণমূল বিধায়ক জাকির হোসেন, সাংসদ খলিলুর রহমান ও জঙ্গিপুর রেলওয়ে যাত্রী কমিটির দাবি মেনে জঙ্গিপুর স্টেশনে (Jangipur Station) হাওড়া–নিউ জলপাইগুড়ি স্পেশাল, শিয়ালদহ–নিউ জলপাইগুড়ি স্পেশ্যাল, শিয়ালদহ–‌কাটিহার স্পেশ্যাল এবং গৌহাটি–কলকাতা স্পেশ্যালের মতো দূরপাল্লার চার জোড়া ট্রেন স্টপেজ দিতে চলেছে (Jangipur Station)। ফলে এলাকার কয়েক লক্ষ মানুষ উপকৃত হবেন। যাত্রীদের দুর্দশার কথা ভেবে বিধায়ক, সাংসদ ও রেলওয়ে যাত্রী কমিটি দীর্ঘদিন আন্দোলন করছিল। রেলওয়ে যাত্রী কমিটির সভাপতি সৌমিক দাস বলেন, অবশেষে রেল মানতে বাধ্য হল। এটা লাগাতার আন্দোলনের জয়। তৃণমূল সাংসদ খলিলুর রহমান বলেন, ইস্টার্ন রেলের ডেপুটি ম্যানেজারের সঙ্গে দেখা করলে তিনি কথা দিয়েছিলেন। কথা রাখলেন।

আরও পড়ুন: দেখা নেই বিজেপি বিধায়কের, উদ্ধারে তৃণমূল

Latest article