দুরন্ত জয় ডায়মন্ড হারবার এফসির, এক্সে শুভেচ্ছা অভিষেকের

আজ, রবিবার নৈহাটি স্টেডিয়ামে ডায়মন্ড হারবার এফসি-র (Diamond Harbour FC) কাছে ০-১ গোলে হারল মোহনবাগান।

Must read

কলকাতা লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মোহনবাগানেই (Mohunbagan) হার। আজ, রবিবার নৈহাটি স্টেডিয়ামে ডায়মন্ড হারবার এফসি-র (Diamond Harbour FC) কাছে ০-১ গোলে হারল মোহনবাগান। অনেকটা সময়ে দশ জনে পেয়েও মোহনবাগান সুবিধা করতে পারল না। তবে সুপার সিক্সে ওঠা আটকাল না তার জন্য। ১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে পৌঁছে গেল মোহনবাগান। ইস্টবেঙ্গল (৩০) এবং মহমেডানের থেকে (২৯) কিছুটা পিছিয়ে থাকা অবস্থাতেই সুপার সিক্সে শুরু করতে চলেছে তারা। গ্রুপের পয়েন্ট সুপার সিক্সেও যোগ হবে।

আরও পড়ুন-রাষ্ট্রদূতের অনুরোধ সত্ত্বেও ফার্স্ট ক্লাসে উঠলেন না মুখ্যমন্ত্রী

ম্যাচ শুরুর পর কিছু বুঝে ওঠার আগেই গোল খায় মোহনবাগান। ডায়মন্ডের সুপ্রিয় পণ্ডিত বাঁ দিকে বল পেয়ে মোহনবাগানের ডিফেন্ডারদের কাটিয়ে সামনে উঠে যান। সেখান থেকে বাঁ পায়ের শটে গোল ঝুলিতে ভরে নেন তিনি। মোহনবাগানের খেলোয়াড়েরাও বেশ অবাক হয়ে যায় এই গোলের পর। তবে খুব তাড়াতাড়ি ঘুরে দাঁড়িয়েছে তারাও। কিন্তু ডায়মন্ড হারবারের রক্ষণের কাছে আজ ফিকে পড়ে গিয়েছিল মোহনবাগান।ডায়মন্ড হারবারও চেষ্টা করছিল আক্রমণের। ডায়মন্ডের সুস্নাত মল্লিক ১৯ মিনিটের মাথায় মোহনবাগানের একটি প্রচেষ্টা বাঁচিয়ে দেন ।

আরও পড়ুন-পুনম পাণ্ডের মুম্বাইয়ের বাড়িতে অগ্নিকাণ্ড, প্রাণে বাঁচল পোষ্য

এক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের দল ডায়মন্ড হারবার এফসিকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘অবিশ্বাস্য বীরত্বের সঙ্গে ১০ জন খেলোয়াড় নিয়ে এক বিস্ময়কর পরিস্থিতিতে DHFC-এর অবিশ্বাস্য জয়। সকল খেলোয়াড়ের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের আকাঙ্খার বাস্তবায়নে অনড় থাকার জন্য ধন্যবাদ। আমাদের এভাবেই নিরলসভাবে অগ্রসর হওয়াই হল মূল লক্ষ্য।’

 

Latest article