ত্রিপুরায় প্রাণ সংশয় অভিষেকের, পাশে বসিয়ে দেওয়া হয় গুন্ডাদের: বিস্ফোরক অভিযোগ তৃণমূল সুপ্রিমোর

Must read

তৃণমূলের যুব নেতৃত্বের উপর এই প্রথম হামলা নয়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরেও প্রাণঘাতী হামলা করেছিল বিজেপি। সেদিন যদি তাঁর গাড়ি বুলেটপ্রুফ না হলে মাথা ফেটে যেত অভিষেকের। এসএসকেএমে আহত সুদীপ-জয়াকে দেখে বেরোনোর পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: ত্রিপুরায় আক্রমণে মদত অমিত শাহের, দানবীয় শাসন চলছে, জল পায়নি আহতরা: মমতা

আহত যুব তৃণমূল নেতা-নেত্রীকে দেখতে এদিন বেলা এগারোটা কুড়ি নাগাদ এসএসকেএম-এ যান মুখ্যমন্ত্রী। মিনিট পনেরো সেখানে ছিলেন। তিনি বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরার বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো। অভিযোগ করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা সফরের সময় তাঁর প্রাণ সংশয় হয়েছিল। তারপর প্রাণঘাতী হামলা করতে চেয়েছিল বিজেপি। শুধু তাই নয়, বিমানে অভিষেকের আশপাশের সব সিট বুক করে সেখানে গুন্ডাদের তুলে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন মমতা।

আরও পড়ুন: এসপির ফোনের কল রেকর্ডেই ফাঁস পুলিশের নাটক

দলীয় যুব নেতৃত্বের উপর আক্রমণের তীব্র নিন্দা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা ত্রিপুরা জয় করব। ২০২৩-এ ত্রিপুরার সরকার গড়বে তৃণমূল।”

 

Latest article