ঝড় উঠতেই সাধারণ মানুষকে তাঁবুতে ডেকে নিলেন অভিষেক

আদিবাসী বলেই কি বাদ দেওয়া হল রাষ্ট্রপতিকে? প্রশ্ন অভিষেকের

Must read

সঞ্জিত গোস্বামী, পুরুলিয়া: পুরুলিয়ার (Purulia) হুটমুড়ার সভায় তিনি সবে বক্তব্য রাখতে যাবেন সেই মুহূর্তেই শুরু হল প্রবল ঝড়বৃষ্টি। পরিস্থিতির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সাধারণ মানুষকে ছাউনির ভিতর চলে আসতে বললেন। এমনকী নিজের নিরাপত্তার তোয়াক্কা না করে মঞ্চের সামনের ‘ডি বক্সও’ সাধারণ মানুষের জন্য খুলে দিতে বললেন নিরাপত্তারক্ষীদের। অভিষেকের কথায়, আগে মানুষের নিরাপত্তা দেখতে হবে। আমার কাছে একজন সাধারণ মানুষেরও জীবনের দাম অনেক বেশি। যে কথা সেই কাজ। অভিষেক বলামাত্র নিরাপত্তারক্ষীরা ‘ডি বক্স’-এ সাধারণ মানুষকে ঢুকতে সাহায্য করেন। প্রচুর মানুষ যাঁরা শেডের বাইরে ছিলেন তাঁরা ভিতরে এসে বসলেন। বৃহস্পতিবার ঝড়বৃষ্টির মধ্যেই চলল জনসভা। বক্তব্য রাখতে গিয়ে অভিষেক (Abhishek Banerjee) বললেন, জোয়ার হলে একটু-আধটু ঝড় চলে। সেই ঝড়-জল নদীর পাড়ের আবর্জনা ভাসিয়ে নিয়ে যায়। তৃণমূলে নবজোয়ার এখন মানুষের জোয়ার হয়ে গেছে। একথা শোনামাত্র বাইরের ঝড়ের মতোই জনসভাতেও হাততালির ঝড় ওঠে। হুটমুড়ার সভায় নোট বাতিল থেকে সংসদ ভবনের উদ্বোধনে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না করা নিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কড়া সমালোচনা করেন।
অভিষেক এদিন বলেন, ভোট হল শক্তি। মোদির হাতেও ইভিএমের একটা বোতাম। আপনার হাতেও একটা বোতাম। নিজের হক বুঝে নিতে হবে। পেট্রোল, ডিজেল-সহ সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি নিয়েও সরব হন তিনি। বিজেপির সমালোচনা করে তিনি বলেন, রান্নার গ্যাস, পেট্রোল, কেরোসিনের দাম বাড়েনি। মানুষ বিজেপিকে ভোট দেওয়ার পেনাল্টি দিচ্ছেন। একইসঙ্গে আচমকা আবারও নোট বাতিলের ঘোষণার তীব্র সমালোচনা করে বলেন, এর আগে একবার প্রধানমন্ত্রী তাঁর তুঘলকি সিদ্ধান্তে আপনাদের লাইনে দাঁড় করিয়েছেন। এবার আপনারা লাইনে দাঁড়াবেন বিজেপিকে বাতিল করতে। সংসদ ভবনের উদ্বোধনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ জানানো হয়নি, কেন? তিনি তফসিলি উপজাতির বলে? তাঁর সংযোজন, দেশের মানুষ তাঁদের নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে হিমশিম খাচ্ছে আর প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া সহ বিদেশ ভ্রমণে ব্যস্ত।

আরও পড়ুন- বাংলায় তাপমাত্রা বেড়ে হবে ৫৪ ডিগ্রি!

Latest article