ছটপুজোতেও হাজির ‘অভিষেকের দূত’

হাওড়ায় রাস্তায় নেমে ‘অভিষেকের দূত’ হিসেবে মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন যুব তৃণমূল কংগ্রেস কর্মীরা।

Must read

সংবাদদাতা, হাওড়া : দুর্গাপুজো, কালীপুজোর পর এবার ছটপুজোতেও মানুষের পাশে ‘অভিষেকের দূত’। হাওড়ায় রাস্তায় নেমে ‘অভিষেকের দূত’ হিসেবে মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন যুব তৃণমূল কংগ্রেস কর্মীরা। আজ শনিবার থেকে সোমবার পর্যন্ত বালি থেকে বিগার্ডেন সমস্ত গঙ্গার ঘাটেই থাকবেন ‘অভিষেকের দূত’রা।

আরও পড়ুন-চাকরিপ্রার্থীদের ধরনার অনুমতি দিল না আদালত

কীভাবে তাঁরা কাজ করবেন, কোন কোন ঘাটে কারা থাকবেন এই সমস্ত চূড়ান্ত করতে যুব তৃণমূলের কর্মীদের নিয়ে শুক্রবার দলের জেলা কার্যালয়ে বৈঠক করেন হাওড়া জেলা (সদর) যুব তৃণমূল সভাপতি কৈলাস মিশ্র। সেখানেই এই ব্যাপারে চূড়ান্ত রূপরেখা তৈরি হয়। বৈঠকে ঠিক হয়, ছটপুজোয় মানুষের সাহায্যে রাস্তায় থাকবেন ৫০০ জন যুব তৃণমূল কর্মী। কৈলাস মিশ্র জানান, বিগার্ডেন থেকে বালি পর্যন্ত প্রতিটি ঘাটে অন্তত ৫ জন করে যুব তৃণমূলের কর্মীরা অভিষেকের দূত হয়ে হাজির থাকবেন। যেকোনও প্রয়োজনে তাঁরা সবসময় সাহায্য করবেন।

আরও পড়ুন-সারের উপর ভরতুকি কমাল কেন্দ্রীয় সরকার, প্রবল সংকটে রাজ্যের আলুচাষিরা

ছটপুজোয় ঘাটে ওঠানামা করতে কারও কোনও অসুবিধা হলে তাঁদের সেই কাজেও সাহায্য করবেন যুব তৃণমূল কর্মীরা। প্রায় ১০০টি ঘাটে মোট ৫০০ জন যুব তৃণমূল কর্মী হাজির থাকবেন। শনিবার থেকে টানা তিনদিন সবসময়ই ঘাট চত্বরে হাজির থাকবেন তাঁরা। পুরো বিষয়টি তদারকি করার জন্য বিধানসভা ভিত্তিক যুব তৃণমূল কর্মীদের নিয়ে বিশেষ নজরদারি দল তৈরি করা হয়েছে। দুর্গাপুজো ও কালীপুজোয় মানুষের সাহায্যে হাওড়ার রাস্তায় সবসময় অভিষেকের দূত হিসেবে হাজির ছিলেন যুব তৃণমূল কর্মীরা। এবার ছটপুজোতেও তাদের এই উদ্যোগে বেজায় খুশি শহরবাসী।

Latest article