তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শনিবার জানিয়েছিলেন যে বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় বাংলা থেকে মৃতদের পরিবারকে তার ব্যক্তিগত ক্ষমতায় ২ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা করবেন। এবার সেই সাহায্য প্রদানে উদ্যোগী হলেন অভিষেক।
জানা গিয়েছে ট্রেন দুর্ঘটনায় রাজ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ ২৪ পরগণা। জেলার হতাহতের সংখ্যা সবচেয়ে বেশি । এখনও পর্যন্ত ৩১ জনের তালিকা পাওয়া গিয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারদের দ্রুত সাহায্য পোঁছে দিতে একটি ৬ সদস্যের কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কমিটি সোমবার মৃতদের পরিবারের সাথে দেখা করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পক্ষ থেকে প্রত্যেককে ২লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করবেন।
আরও পড়ুন- কেন্দ্রকে দুষলেন ফিরহাদ হাকিম
এই ছয় সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন নাদিমুল হক ,প্রতিমা মন্ডল,ডাঃ শশী পাঁজা , দিলীপ মন্ডল ,সৈকত মোল্লা এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।