কেন্দ্রকে দুষলেন ফিরহাদ হাকিম

Must read

বহরমপুরে এসে রবিবার দুপুরে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। রবিবার দুপুরে বহরমপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে বালেশ্বরের ট্রেন দুর্ঘটনার জন্য দায়ী করেন কেন্দ্রকে। তাঁর কথায়, অনেক পরিযায়ী শ্রমিক দক্ষিণ ভারতে যান রুজি-রোজগারের জন্য।
মুর্শিদাবাদ জেলার হাতের কাজে যুক্ত শ্রমিকরাও যান দক্ষিণে। তবে আমরা খুব শিগগিরই পরিযায়ী শ্রমিকদের একটি ডাটা ব্যাঙ্ক তৈরি করতে চলেছি। এই রেল দুর্ঘটনা খুব মর্মান্তিক। কিন্তু কেন রেলের কবচ কাজে এল না সেটা স্পষ্ট নয় এখনও। ফিরহাদ হাকিম প্রশ্ন তোলেন, তাহলে কি ‘কবচ’ শুধুই প্রতিশ্রুতি? এখন সামনে নির্বাচন আসছে তাই ঘৃণ্য চক্রান্ত ঘটছে। নিজেদের ব্যর্থতা ঢাকতে ঘৃণ্য রাজনীতি করছে বিজেপির সরকার। মানুষ এর জবাব দেবেন।

আরও পড়ুন- মৃত্যু নিয়ে বিভ্রান্তি ছড়ানোয় কেন্দ্রকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর, ‘ডাল মে কুছ কালা হ্যায়’

Latest article