সংবাদদাতা, বসিরহাট: কথা রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বসিরহাট সীমান্তে ১০০ দিনের প্রকল্পে বঞ্চিত উপভোক্তাদের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হল। তৃণমূল সাংসদদের কোটার টাকা থেকে এই আর্থিক সাহায্য দেওয়া হল। কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে দিল্লিতে ধরনা মঞ্চে শামিল উপভোক্তাদের হাতে টাকা তুলে দেওয়া হয় শনিবার। ১০০ দিনের প্রকল্পে প্রাপ্য বকেয়া পাননি শ্রমিকরা। এই অসময়ে হাতে টাকা পেয়ে খুশি সীমান্ত গ্রামের মানুষ। তাদের মুখে ফিরল চওড়া হাসি।
আরও পড়ুন-ভিক্টোরিয়ার সামনে উনুন জ্বালানো নিষিদ্ধ করল কলকাতা হাইকোর্ট
রাজ্যের একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। ১০০ দিনের প্রকল্প, আবাস যোজনা-সহ একাধিক প্রকল্পের টাকা পাননি বাংলার উপভোক্তারা। বাংলার খেটে খাওয়া মানুষদের প্রতি কেন্দ্রের বিজেপি সরকার কোনও সহানুভূতিও নেই। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উপভোক্তাদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন বঞ্চিতদের হাতে তুলে দেওয়া আর্থিক সাহায্য। এবার সেই সাহায্য হাতে পেলেন বঞ্চিতরা। পাওনা টাকা পেয়ে রীতিমতো খুশি বসিরহাট ১ নম্বর ব্লকের নিমদাড়িয়া-কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের ভারত ও বাংলাদেশ সীমান্ত লাগোয়া কোদালিয়ার, ঘুসুড়ি, সাকচুড়া, গোলাইচণ্ডী শংকরপুর-সহ একাধিক গ্রামের মানুষ। রাজ্য তৃণমূলের প্রতিনিধি দল-সহ নিমদাড়িয়া কোদালিয়া পঞ্চায়েতের প্রধানের উপস্থিতিতে তাঁদের টাকা তুলে দেওয়া হয়।