ভিক্টোরিয়ার সামনে উনুন জ্বালানো নিষিদ্ধ করল কলকাতা হাইকোর্ট

দূষণের হাত থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালকে (Victoria Memorial) রক্ষা করতেই এমন এক গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

Must read

রাজ্যে দূষণ নিয়ে চিন্তায় প্রশাসন। দূষণের হাত থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালকে (Victoria Memorial) রক্ষা করতেই এমন এক গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Kolkata Highcourt)। বলা হয়েছে, ভিক্টোরিয়া মেমোরিয়ালের ৩ কিলোমিটারের মধ্যে উনুন জালানো যাবে না বা কাঠ কয়লা দিয়ে আগুন জ্বালানো যাবে না। অনেকদিন ধরেই পরিবেশপ্রেমীরা এই উনুন জ্বালানোর প্রতিবাদ করেন। অবশেষে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ সেই দাবিতে সিলমোহর দিল। কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই কলকাতা পুরসভাকে মৌখিকভাবে নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন-অন্ডাল এয়ারপোর্ট সংলগ্ন সড়কে অবশেষে হতে চলেছে বাস স্টপেজ

ধর্মতলার বাস টার্মিনাস এবং অন্যান্য দূষণের কারণে ভিক্টোরিয়া মেমোরিয়াল-সহ অন্যান্য হেরিটেজ সৌধের ক্ষতি নিয়ে অনেকদিন ধরেই দুশ্চিন্তা প্রকাশ করছেন পরিবেশবিদরা। পরিবেশকর্মী সুভাষ দত্ত ২০০৭ সালে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন। কলকাতা হাইকোর্ট এরপর বাস টার্মিনাস তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। এই অবস্থায় সুপ্রিম কোর্টও ধর্মতলা থেকে বাস স্ট্যান্ড সরানোর নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ যদিও কার্যকর হয়নি আর এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে পুনরায় মামলা দায়ের করেন পরিবেশ কর্মী সুভাষ দত্ত। তখনও বাস টার্মিনাস সরানোর নির্দেশ দিয়েছিল হাইকোর্টে। মামলাকারী সুভাষ দত্ত ভিক্টোরিয়ার দিকে গ্রিন করিডর করার আবেদন জানিয়েছেন। তাজমহলকে রক্ষা করতে আশেপাশে যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তাই তিনি মনে করছেন ভিক্টোরিয়ার ক্ষেত্রেও সেটা করা উচিত।

আরও পড়ুন-জাতীয় সড়কে ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে শিশু সহ মৃত ৮

শুক্রবার সেই মামলায় কলকাতা হাইকোর্ট আগুন না জ্বালানোর বিষয়ে মৌখিক নির্দেশে জানিয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ৩–৪ কিলোমিটারের মধ্যে উনুন জ্বালিয়ে রান্না করা যাবেনা। পুরসভাকে এই বিষয় নিশ্চিত করতে হবে। কোনও অস্থায়ী দোকান বা স্টল দূষণ সৃষ্টিকারী কাজ করতে পারবে না। যদিও কলকাতা হাইকোর্ট এই বিষয়ে লিখিত নির্দেশ সেদিন দেয়নি। পরবর্তীতে পুরসভাকে এবিষয়ে লিখিত নির্দেশ দিতে পারে হাইকোর্ট।

Latest article