প্রতিবেদন : সংসদে দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল হওয়া সত্ত্বেও নতুন সংসদ ভবনে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের জন্য কোনও নির্দিষ্ট দলীয় কার্যালয়ের ব্যবস্থা করা হয়নি। আর এই বিষয়েই বৃহস্পতিবার ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় দেখা করলেন লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে।
আরও পড়ুন-মধ্যপ্রদেশে আদিবাসীকে মার বিজেপি নেতার
প্রায় ঘণ্টাখানেক তাঁদের মধ্যে কথা হয়। বৈঠক শেষে জানা গিয়েছে, যত দ্রুত সম্ভব এই বিষয়টি নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন স্পিকার। ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সংসদের বিশেষ অধিবেশন। ইতিমধ্যেই লোকসভায় পাশ হয়েছে মহিলা সংরক্ষণ বিল। সংসদের স্বাভাবিক কাজকর্ম অব্যাহত থাকলেও দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের কার্যালয় নিয়ে এখনও সুস্পষ্ট কোনও জবাব পাওয়া যায়নি সরকারের তরফে।