৬ বছর পর চিনে গেল কুমোরটুলির দুর্গাপ্রতিমা

কোথাও কোথাও পৌঁছেও গিয়েছে। কৌশিকবাবু জানালেন, প্রায় ৬ বছর চিনে যাচ্ছে তাঁর তৈরি প্রতিমা। হিসাবমতো ২০১৭ সালে শেষ গিয়েছিল।

Must read

অনুরাধা রায়: পুজোর বাকি ২৮ দিন। শরতের মেঘ, কাশফুলে লেগেছে পুজো পুজো গন্ধ। রাজ্য, দেশ ছাড়িয়ে পুজোর সুবাস পৌঁছছে বিদেশেও। কুমোরটুলি থেকে প্রতিমা ইতিমধ্যেই সপরিবারে রওনা দিয়েছেন। আমেরিকা, কানাডা, জার্মানিতে ঠাকুর পৌঁছে গিয়েছে। তবে প্রায় ৬ বছর কুমোরটুলির প্রতিমা ফের যাচ্ছে চিনে। শিল্পী কৌশিক ঘোষের ফাইবারের তৈরি প্রতিমা প্রতিবছর কুমোরটুলি থেকে ৭ সমুদ্র ১৩ নদী পেরিয়ে যায় বিদেশে। এবারেও তাঁর তৈরি ৩৭টি ঠাকুর বিদেশের নানা প্রান্তে যাচ্ছে।

আরও পড়ুন-প্রকল্পে খরচ হল ৬ কোটি ৯ লক্ষ ২৫ হাজার টাকা, জল সমস্যা মেটাল তৃণমূল

কোথাও কোথাও পৌঁছেও গিয়েছে। কৌশিকবাবু জানালেন, প্রায় ৬ বছর চিনে যাচ্ছে তাঁর তৈরি প্রতিমা। হিসাবমতো ২০১৭ সালে শেষ গিয়েছিল। করোনাকালের পর ফের কুমোরটুলি থেকে মা দুর্গা সপরিবারে চিন দেশে যাচ্ছেন। এতদিন বিদেশের নানা জায়গা থেকে বায়না এলেও চিন থেকে কোনও বায়না আসেনি। ওখানকার বাঙালি অ্যাসোসিয়েশনের তরফেও যোগাযোগ করা হয়নি। এবছর ফের মাস তিনেক আগেই কৌশিকবাবুর কাছে চিন থেকে ঠাকুরের বায়না আসে। ১টি প্রতিমা গিয়েছে চিনে। জাপানেও গিয়েছে একটি প্রতিমা।

আরও পড়ুন-মধ্যপ্রদেশে আদিবাসীকে মার বিজেপি নেতার

এছাড়াও ইউএসএ-তে ৯টি, ইংল্যান্ডে ৪টি, দুবাই, সিঙ্গাপুরেও গিয়েছে ঠাকুর। কুমোরটুলির শিল্পীদের স্টুডিওয় এখন ব্যস্ততা তুঙ্গে। তার মধ্যেই কৌশিক ঘোষের স্টুডিওর ছবিটা একটু ভিন্ন। তাঁর তৈরি প্রতিমা পৌঁছে গিয়েছে বিদেশে। সিঙ্গাপুরের একটি প্রতিমা সাজানোর শেষ মুহূর্তের কাজ চলছে। শিল্পী জানালেন, কয়েকদিনের মধ্যেই প্রতিমা পৌঁছে যাবে সিঙ্গাপুরে।

Latest article