পূর্বমেদিনীপুরে প্রস্তুতি সভা কাটোয়ায় কর্মসূচিতে পরিত্রাতা অভিষেক

তিনি কোথায়, কবে, কী কর্মসূচি করবেন, কোন রুট দিয়ে যাবেন— এ সমস্ত বিষয়ে রবিবার ও সোমবার তমলুকে প্রস্তুতি বৈঠক করল তৃণমূল কংগ্রেস।

Must read

সংবাদদাতা, তমলুক : ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর জেলা সফরে আসবেন চলতি মাসের শেষ সপ্তাহে। সেই কর্মসূচি নিয়েই রবিবার ও সোমবার পরপর দুদিন প্রস্তুতি সভা হয়। দলের কাঁথি ও তমলুক সাংগঠনিক জেলার নেতৃত্বদের সঙ্গে নিয়ে বৈঠক করলেন পূর্ব মেদিনীপুর জেলার বিশেষ দায়িত্বপ্রাপ্ত ও রাজ্যের মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া ও ডেবরার বিধায়ক হুমায়ুন কবির। বীরভূম হয়ে আগামী ২৫ মে ঝাড়গ্রামে পা রাখবেন অভিষেক।

আরও পড়ুন-খুশি তাঁতি, ঢাকিদের পরিবার

২৭ মে পৌঁছবেন পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে। দিন ও রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি হবে। সেইমতো দলের বিভিন্ন শাখা সংগঠনকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়। দুদিনের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি ও বিধায়ক তরুণকুমার মাইতি, জেলা সাধারণ সম্পাদক তরুণকুমার জানা, জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সুপ্রকাশ গিরি, তমলুক সাংগঠনিক জেলার সভাপতি ও বিধায়ক সৌমেন মহাপাত্র প্রমুখ। এছাড়াও তমলুকে জেলা পার্টি কার্যালয়ে গুরুত্বপূর্ণ এই বৈঠকে উপস্থিত ছিলেন দলের যুব, ছাত্র, মহিলা ও শ্রমিক শাখার জেলা নেতৃত্ব।

আরও পড়ুন-আইসিএসই ও আইএসসি কৃতীদের রাজ্যের অভিনন্দন, ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা সম্বিতের

নন্দীগ্রামে চারদিন রাত্রিবাস করবেন ও জনসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি। এই সফর নিয়ে ইতিমধ্যেই দলের কর্মী-সমর্থক থেকে জেলাবাসীদের মধ্যে রীতিমতো উন্মাদনা তৈরি হয়েছে। তিনি কোথায়, কবে, কী কর্মসূচি করবেন, কোন রুট দিয়ে যাবেন— এ সমস্ত বিষয়ে রবিবার ও সোমবার তমলুকে প্রস্তুতি বৈঠক করল তৃণমূল কংগ্রেস।

Latest article